কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কম্পিউটার সহকারী (স্থানীয়) মোহাম্মদ মনির আহমেদ কে চাকুরী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ৮ নভেম্বর দূতাবাসের পেইজে এক বিবৃতির মাধ্যমে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস এই সংবাদ প্রকাশ করে। বিবৃতিতে বলা হয় ১নভেম্বর ২০২০ থেকে কম্পিউটার সহকারী মোহাম্মদ মনির আহমেদ কে চাকুরী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এমতাবস্থায় দূতাবাস সম্পর্কিত কোন যোগাযোগ না করার জন্য সবাইকে নির্দেশ দিয়েছেন।
দূতাবাসের বিজ্ঞপ্তিতবে কি কারণে তাকে চাকুরী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এই বিষয়ে বিবৃতিতে কোনোকিছু উল্লেখ না করা হলেও কুয়েতে খোজ নিয়ে জানাগেছে, মনির দীর্ঘদিন যাবত নানা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে আসছিলো। মনির ছাড়াও কুয়েত থেকে স্থানীয় ভাবে নিয়োগ কৃত দূতাবাসের কিছু কর্মচারীর বিরুদ্ধেও নানান দুর্নীতির অভিযোগ করে আসছিলো ভুক্তভোগী প্রবাসীরা।
জানাগেছে, দূতাবাসের এইসব দুর্নীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ করার কারণে কুয়েতের স্থানীয় প্রশাসনের মাধ্যমে শ্রমিক উস্কানি সহ বিভিন্ন মিথ্যা অভিযোগের মাধ্যমে বেশকিছু প্রবাসীদের দেশে পাঠিয়ে দেয় দুর্নীতিবাজ মনির গং।
আরো দেখুনঃ ওমানের সাহেদ মোজাম্মেল!
অবশেষে কুয়েতে নব নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান দায়িত্ব গ্রহণের পর থেকে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান ও তাদের অভিযোগের সত্যতা যাচাই করে যুগোপযোগী পদক্ষেপ হিসেবেই দূতাবাসের এই কর্মচারীকে অব্যাহতি দিয়েছেন বলে জানাগেছে। রাষ্ট্রদূতের এমন উদ্যোগে খুশীর জোয়ার বইছে কুয়েত প্রবাসীদের মাঝে। সেইসাথে রাষ্ট্রদূতের এমন পদক্ষেপের জন্য সাধুবাদ জানিয়েছেন সকল কুয়েত প্রবাসীরা।
আরো দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post