ওমানের বাংলাদেশী শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ স্কুল এন্ড কলেজ সাহামকে প্রবাসীদের পক্ষথেকে ৫০ হাজার ওমানি রিয়ালের চেক হস্তান্তর করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ গোলাম সারোয়ার। গত ৪-নভেম্বর প্রতিষ্ঠানটির পক্ষথেকে রাষ্ট্রদূতের বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় স্কুলের অবকাঠামোগত উন্নয়নের জন্য ওমান প্রবাসীদের পক্ষ থেকে ৫০ হাজার রিয়ালের চেক (যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১ কোটি ১০ লাখ টাকার সমমান) বিদ্যালয়ের সভাপতি ও অধ্যক্ষের কাছে হস্তান্তর করেন রাষ্ট্রদূত। দূতাবাসের পক্ষথেকে এমন উদ্যোগ নেয়ায় প্রশংসায় ভাসছেন রাষ্ট্রদূত সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাষ্ট্রদূত ছাড়াও উপস্থিত ছিলেন, দূতালয় প্রধান মো. নাহিদ ইসলাম, পাসপোর্ট কাউন্সিলর মো. আবু সাইদ, শ্রম কাউন্সিলর মো. হুমায়ুন কবির ও প্রথম সচিব মো. আনোয়ার হোসাইন। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
এতে বক্তব্য দেন স্কুলের অধ্যক্ষ এম এস ইসলাম শফিক ও ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল, সাহাবুদ্দিন, ইঞ্জিনিয়ার তাপস কুমার বিশ্বাস, মো. সিরাজুল হক ও ইফতেখারুল হাসান চৌধুরী। এ সময় রাষ্ট্রদূত তার বিদায়ী ভাষণে বলেন, “সদিচ্ছা থাকলে যে কোনো মহৎ উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব। বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ সাহামের অবকাঠামোগত উন্নয়নের জন্য ওমান প্রবাসীদের পক্ষ থেকে ৫০ হাজার রিয়ালের চেক বিদ্যালয়ের সভাপতিকে ও অধ্যক্ষের কাছে হস্তান্তর তার বড় প্রমাণ।”
আরো পড়ুনঃ ওমানের রহস্যময় নগরী সাদ্দাতের বেহেস্ত
করোনাকালীন এই দুঃসময়ে যখন ওমানের বাংলাদেশী শিক্ষা প্রতিষ্ঠান অর্থাভাবে বন্ধের দ্বারপ্রান্তে, তখন দূতাবাসের এমন উদ্যোগ নেওয়ায় রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়েছেন কমিউনিটির নেতারা। গতকাল (শনিবার) রাতে প্রবাস টাইমের লাইভে এসে বাংলাদেশ স্কুল মাস্কাটের সাবেক চেয়ারম্যান জবলুল আনোয়ার বাদল বলেন, “রাষ্ট্রদূত এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা মিলে যে উদ্যোগটি নিয়েছেন, এটি একটি মহৎ উদ্যোগ। আমি তাদেরকে স্যালুট জানাই এমন একটি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য।”
এ ব্যাপারে রাষ্ট্রদূত প্রবাস টাইমকে বলেন, “আগামী সপ্তাহে বাংলাদেশ স্কুল জালানের নতুন শ্রেণীকক্ষ নির্মাণের/সম্প্রসারণের জন্য অনুদান দেয়া হবে।
স্কুলসমুহের ব্যবস্থাপনার মান সহ অন্যান্য প্রয়োজনীয়তা বিবেচনা করে ভবিষ্যতে ক্রমান্বয়ে সকল বাংলাদেশি স্কুলকে উন্নয়ন মূলক সহায়তা প্রদানের পরিকল্পনা আছে।”
আরো পড়ুনঃ বাংলাদেশে প্রবেশে নতুন নির্দেশনা জারি
এদিকে রাষ্ট্রদূতের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাহাম স্কুলের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান হাসান। তিনি সাহাম স্কুলকে পঞ্চাশ হাজার ওমানি রিয়াল অনুদান দেয়ায় রাষ্ট্রদূতকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল মাস্কাটের দূতাবাস প্রতিনিধি ইঞ্জিনিয়ার আশরাফ হোসাইন, মো. আবদুল লতিফ, মো. মোস্তাফিজুর রহমান সহ কমিউনিটির নেতাকর্মীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post