সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে এখনো তার সফরের তারিখ চূড়ান্ত হয়নি।
গতকাল বৃহস্পতিবার (১৪ মার্চ) সৌদি দূতাবাসে রমজান মাস উপলক্ষ্যে খাদ্য বাস্কেট বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুহাইলান।
রাষ্ট্রদূত জানান, যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তার সফরের তারিখ এখনো নির্ধারিত হয়নি। এ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। এছাড়া সৌদি যুবরাজ বাংলাদেশ সফর করলে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করার সুযোগ তৈরি হবে।
এদিকে, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সম্প্রতি সৌদি সফর শেষে দেশে ফিরে জানান, চলতি বছরের দ্বিতীয়ার্ধে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাংলাদেশ সফরে আসতে পারেন।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী।
এদিকে সৌদি দূতাবাসের অনুষ্ঠানে জানানো হয়, সানবুলাহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমে ১৫ হাজার ৭০০ বাস্কেট খাবার বিতরণ করা হবে। কিং সালমান হিউম্যানিটারিয়ান সেন্টার থেকে বিতরণ করা হবে এসব খাবারের বক্স। প্রতি বক্সে ২৪ কেজি খাবার থাকবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post