একটি নতুন গবেষণা করেন পিউ রিসার্চ সেন্টার দেখা যায় যে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় তিন-চতুর্থাংশ কিশোর-কিশোরী তাদের কাছে স্মার্টফোন ছাড়াই শান্তি বা সুখী বোধ করে।
পিউ রিসার্চ সেন্টার সোমবার (১১ মার্চ) একটি সমীক্ষায় জানায়, বেশিভাগ কিশোর-কিশোরীরা তাদের ফোন-মুক্ত হওয়ার সাথে ইতিবাচক সম্পর্ক থাকা সত্ত্বেও সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমাবদ্ধ করেনি।
ক্রমবর্ধমান উদ্বেগ থাকা সত্ত্বেও বেশিভাগ কিশোর-কিশোরীরা বলেন স্মার্টফোনগুলো সৃজনশীল হওয়া সহজ করে তুলেছে। অপরদিকে ৪৫ শতাংশ বলছে, এটি স্মার্টফোন তাদের স্কুলে ভালো করতে সাহায্য করে। বেশিভাগ কিশোর-কিশোরীরা বলছেন যে স্মার্টফোনের সুবিধাগুলো তাদের জন্য ক্ষতি বেশি। এই জরিপটি চালানো হয় ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ।
প্রায় বেশির ভাগ অভিভাবক (৪৭ শতাংশ) জানান, কিশোর-কিশোরীরা স্মার্টফোন ব্যবহারে সামাজিক দক্ষতা অর্জন কঠিন করে তুলছে। ফলে তারা অনেকটা সময় ব্যয় করছে স্মার্টফোন ব্যবহারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post