দক্ষিণ আফ্রিকার ডারবানে ডাকাত দলের গুলিতে মো. ইকবাল হোসেন নামে এক প্রবাসী নিহত হয়েছেন। তার বাড়ি নোয়াখালীর সেনবাগে। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে রোববার রাতে ওই প্রবাসী গুলিবিদ্ধ হন। নিহতের পরিবার এ তথ্য নিশ্চিত করেছে।
নিহত মো. ইকবাল হোসেন নোয়াখালী সেনবাগ কেশবপাড়া এলাকার বাসিন্দা।
এদিকে জানা গেছে, ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে ডারবান মার্কেটে দোকান পরিচালনা করছিলেন। প্রতিদিনের মতো রোববার রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে আগে থেকে উৎ পেতে থাকা ডাকাত দল অতর্কিতভাবে তার ওপর গুলি চালায়। এ সময় মাথায় গুলি লাগলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে যান। পরে মনির নামে নিহতের এক ভাই তাকে হাসপাতালে নিয়ে যায়। সারারাত হাসপাতালে থাকার পরে ফজরের কিছুক্ষণ পরে মারা যান তিনি।
মৃত্যুকালে তিনি দুই সন্তান রেখে গেছেন। প্রথম সন্তানের বয়স ১০ বছর ও দ্বিতীয় সন্তানের বয়স ৭ বছর।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
