ওমানে শ্রমিকদের নিরাপত্তায় আগামীকাল পহেলা নভেম্বর থেকে চালু হচ্ছে জব সিকিউরিটি সিস্টেম (জেএসএস)। এই সুবিধা চালু হলে ওমানের কোনো শ্রমিক চাকরি থেকে বরখাস্ত হলে আর্থিক সুবিধা সহ নতুন কাজেরও সন্ধান পাবেন। ইতিমধ্যেই অনলাইনের মাধ্যমে চাকুরী সুরক্ষা ব্যবস্থা সুবিধার জন্য আবেদন করার সুযোগ তৈরি করে দিয়েছে দেশটির পাবলিক অথরিটি ফর সোশ্যাল ইনস্যুরেন্স (PASI)।
ওমানের জব সিকিউরিটি সিস্টেম (জেএসএস) সম্পর্কিত কমিটি জেএসএস সুবিধা পাওয়া বেসরকারি খাতের কর্মীদের শ্রম মন্ত্রণালয়ের পোর্টাল, সামাজিক বীমা কর্তৃপক্ষের পোর্টালের মাধ্যমে আবেদন করার আহ্বান জানিয়েছে ( PASI) ও জেনারেল ফেডারেশন অফ ওমান ট্রেড ইউনিয়ন। আগামীকাল পহেলা নভেম্বর থেকে আবেদন গ্রহণ করা হবে এবং মাসিক পেনশনের তারিখে কর্মীরা এর থেকে সুবিধা পাবে বলে জানিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়।
মহামারীর কারণে অর্থনৈতিক সঙ্কটের ক্রমবর্ধমান শ্রমবাজারে প্রভাবসহ বিভিন্ন খাতে শ্রমিকদের কাজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সিস্টেমটি তৈরি করেছে ওমান সরকার। যেকোনো কারণে যারা চাকরি হারিয়েছে, তাদের প্রয়োজনীয় ও যথাযথ যত্ন নিশ্চিত করতে এবং তাদের পরিবারের নিরাপত্তার জন্য একটি সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়াটির মাধ্যমে একজন শ্রমিককে কোনো দফতরে যাওয়ার প্রয়োজন নেই, সঠিকভাবে আবেদন করলে তার যোগ্যতার উপর ভিত্তি করে চাকরি সহ নানা সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সিস্টেমের মাধ্যমে।
আরো পড়ুনঃ ওমানের রহস্যময় নগরী সাদ্দাতের বেহেস্ত
এই সিস্টেমের মাধ্যমে শ্রমিকরা অনেকটাই তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একজন শ্রমিক কোম্পানি থেকে বরখাস্ত হওয়ার দিন থেকে ৯০ দিনের মধ্যে জেএসএস সুবিধার জন্য আবেদন করতে হবে। কর্মচারীরা যদি স্বতন্ত্রভাবে বা সম্মিলিতভাবে বরখাস্ত হন তাহলেও তাদের ৯০ দিনের মধ্যে আবেদন করতে হবে বলে জানিয়েছে দেশটির সরকারী যোগাযোগ কেন্দ্র (জিসি)। তবে এই সুবিধা শুধুমাত্র ওমানি নাগরিকদের জন্য নাকি সকল প্রবাসী শ্রমিকদের জন্য, তা স্পষ্ট করেনি এখনো ওমানের শ্রম মন্ত্রণালয়।
এদিকে আগামী বছর থেকে ওমান প্রবাসীদের ভিসা নবায়ন ফি ৫ শতাংশ বাড়বে বলে জানিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। বর্তমানে যেখানে ৩০১ রিয়াল খরচ হয় ভিসা নবায়নে, আগামী বছর থেকে অতিরিক্ত ১৫ রিয়াল যোগ হয়ে মোট ৩১৬ রিয়াল খরচ পরবে প্রবাসীদের ভিসা নবায়ন করতে। প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নের মাধ্যমে অর্জিত অতিরিক্ত অর্থের পাঁচ শতাংশ দেশটির চাকরির সুরক্ষা ব্যবস্থা (জেএসএস) অর্থায়নের অন্তর্ভুক্ত করা হবে। ওমান শ্রম মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এই সংবাদ প্রচার করেছে দেশটির একাধিক জাতীয় গণমাধ্যম।
আরো পড়ুনঃ রহস্যময় ওমানের সুলতান
এছাড়াও ভিসা নবায়নে অতিরিক্ত ফি’র ব্যাপারে নিশ্চিত করেছেন ওমানের শ্রমমন্ত্রী। তিনি উল্লেখ করেন, যদি এখন পারমিটের ব্যয় ৩০০ ওমানি রিয়াল হয় তাহলে আগামী বছর থেকে তা ৩১৫ ওমানি রিয়াল হবে। এ ছাড়াও দেশটির জব সিকিউরিটি বিধিমালা অনুসারে বলা হয়েছে, কোনো নিয়োগকর্তা যদি চান তার প্রবাসী শ্রমিককে কাজ থেকে বরখাস্ত করতে, তাহলে অবশ্যই বরখাস্তের তারিখ থেকে কমপক্ষে তিন মাস আগে শ্রম মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। জেএসএসের লক্ষ্য ওমানি নাগরিকদের নিয়ন্ত্রণের বাইরে থাকার কারণে তাদের কাজ থেকে সাময়িক আর্থিক সুবিধা প্রদান করা। সরকারী যোগাযোগ কেন্দ্র (জিসি) জানিয়েছে, “এই ব্যবস্থার ফলে কাজের নতুন সুযোগ আরো তৈরি হবে।
সাদ্দাতের বেহেস্ত দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post