মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ ওমান। দেশটি পর্যটন খাতে নিজেদের উচ্চ শিখর নিশ্চিত করতে এগিয়ে এসছে। নানা পদক্ষেপের মাধ্যমে দেশটিকে পর্যটন খাতকে উন্নত করছে।
২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে দেশটির বিনিয়োগ করতে যাচ্ছে ৩১ বিলিয়ন বা ৩ হাজার ১০০ কোটি ডলার। ওমানের পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা আজান কাসিম আল বুসাইদি এ তথ্য জানান।
সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেসে আজান কাসিম আল বুসাইদি জানান, ২০২৩ সালে ওমান বিভিন্ন দেশ থেকে আসা পর্যটন পেয়েছে ৪০ লাখেরও বেশি। যা আগের বছরের তুলনায় ৩৮ শতাংশ বেশি। ২০২২ সালে ওমানে পর্যটক ছিল ২৯ লাখের কিছু বেশি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post