এবার সংযুক্ত আরব আমিরাতে লটারির টিকিট কিনে রাতারাতি ভাগ্য বদলে গেছে এক প্রবাসীর, জিতেছেন প্রায় ৪৫ কোটি টাকা। লটারির টিকিট কেটে ভাগ্য বদলের স্বপ্ন দেখেন অনেকেই। কিন্তু হাতে গোনা কয়েকজনেরই পূরণ হয় সেই স্বপ্ন।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলছে, আবুধাবির বিগ টিকিট র্যাফেল ড্র’তে দেড় কোটি আমিরাতি দিরহামের গ্র্যান্ড পুরস্কার জিতেছেন মোহাম্মদ শরীফ নামের ভারতীয় এক প্রবাসী। এই পুরস্কারের অর্থ বাংলাদেশি মুদ্রায় ৪৪ কোটি ৫০ লাখ টাকারও বেশি।
রোববার (৩ মার্চ) র্যাফেল ড্র’র গ্র্যান্ড পুরস্কার বিজয়ী হিসেবে মোহাম্মদ শরীফের নাম ঘোষণা করা হয়েছে।
লটারিতে বিপুল অর্থ পাওয়ার পর নিজের পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে শরীফ বলেন, দুবাইয়ের কারামা জেলায় সাপ্তাহিক ছুটি কাটানোর সময় বিগ টিকিট র্যাফেল ড্রয়ের গ্র্যান্ড পুরস্কার জয়ের কথা জানতে পারেন শরীফ।
মোহাম্মদ শরীফ আমিরাতের বিজনেস বে-তে প্রোকিউরমেন্ট কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। এক বছরের বেশি সময় আগে অনলাইনে বিগ টিকিট কিনেছিলেন তিনি। শরীফ এবং তার আরও ১৯ সহকর্মী যৌথভাবে লটারির টিকিট কিনেছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post