মোজো রিপোর্টার নেবে দেশের শীর্ষ জনপ্রিয় প্রবাসী গণমাধ্যম ❝প্রবাস টাইম❞। আগ্রহীরা আগামী ১০ মার্চের মধ্যে আবেদন করতে পারবেন।
পদবি: রিপোর্টার (মোজো)
কাজের ধরন: ফুল টাইম
বেতন: ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা:
● উৎসব বোনাস: ২টি
● বার্ষিক বেতন বৃদ্ধি
● মোবাইল বিল
● প্রভিডেন্ট ফান্ড
● অর্জিত ছুটির নগদায়ন
কর্মস্থল: ঢাকা
দায়িত্বসমূহ:
১. তথ্য সংগ্রহ
২. দেশি ও আন্তর্জাতিক প্রবাসী প্রতিবেদন বিশ্লেষণ করা;
৩. ডিজিটাল মিডিয়া সম্পর্কে ধারণা রাখা;
৪. প্রবাসীদের সঙ্গে যোগাযোগ রাখা;
৫. ইংরেজি থেকে বাংলা নিউজ অনুবাদ করা;
৬. শুদ্ধ উচ্চারণে নিউজে ভয়েস ওভার দেয়া।
শিক্ষাগত যোগ্যতা:
আগ্রহী প্রার্থীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস হতে হবে। ( অভিজ্ঞদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)
প্রয়োজনীয় দক্ষতা:
১. বাংলায় দ্রুত টাইপিং দক্ষতা থাকতে হবে,
২. নিউজের ট্রেন্ড সম্পর্কে অবগত থাকা;
৫. সমস্যা সমাধানে সৃজনশীল ভূমিকা পালন করতে পারা;
৬. দলগত পরিবেশে সবার সাথে সুসম্পর্ক রেখে চলার মানসিকতা থাকতে হবে;
৭. সঠিক ও সাবলীল ভাষায় নিউজ লিখতে পারা।
অভিজ্ঞতা: আগ্রহী প্রার্থীকে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীদের আগামী ১০ মার্চ, ২০২৪ তারিখের মধ্যে নিচের লিংকে ফরম পূরণ করে সিভিসহ পাঠাতে হবে।
======================================
আবেদনের লিংক: https://tinyurl.com/probashtimemojo
======================================
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post