ওমান সুপ্রিম কমিটির আইন লঙ্ঘনে ১ হাজার রিয়াল জরিমানা সহ ভিসা বাতিলের আইন পাশ
ওমানে মহামারী করোনাকালীন সময়ে দেশটির সুপ্রিম কমিটির আইন লঙ্ঘনের দায়ে একাধিক ব্যক্তিকে শাস্তি প্রদান করেছেন দেশটির বুরাইমি ও আশ শারকিয়া আদালত। লকডাউন চলাকালীন সময়ে সুপ্রিম কমিটির আইন অমান্য করার কারণে ওমানিদের ১ হাজার ওমানী রিয়াল জরিমানা এবং ৬ মাসের জেল প্রদান করেন আদালত এবং প্রবাসীদের ১ হাজার রিয়াল জরিমানা ও তাদের ভিসা বাতিল করে দেশে পাঠিয়ে দেওয়ার রায় দেন আজ ওমানের পাবলিক প্রসিকিউশন।
করোনা মোকাবিলায় সুপ্রিম কমিটির সম্প্রতি অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আহমেদ বিন মোহাম্মদ আল সাইদী বলেন, সুপ্রিম কমিটির সকল বিধিবিধানের গুরুত্বের সাথে মেনে চলতে হবে। না মানলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেইসাথে স্থানীয় গণমাধ্যমে অপরাধীদের নাম ও ছবিও প্রকাশ করা হবে।
মন্ত্রী বলেন,”আমরা অন্যকে অপমান করার চেষ্টা করি না, কারণ এই স্বভাব আমাদের রীতিনীতি বা ঐতিহ্যের মধ্যে নেই। আমরা শুধু একটি বিষয় জানাতে চাই, তা হলো সকল নাগরিক অবশ্যই সুপ্রিম কমিটির বিধি নিষেধ মেনে চলুন। এই আদেশ না মানলে অবশ্যই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো পড়ুনঃ প্রাকৃতিক সুন্দরের অপরূপ লীলাভূমি ওমান
মন্ত্রী আরও বলেন, “এই করোনা মহামারিতে অনেক দেশে লকডাউনের বিধিনিষেধ লঙ্ঘনকারীদের নাম প্রকাশের কারণে লঙ্ঘনের শতকরা হার কমে এসেছে। লকডাউনের নিয়মগুলি না মানার লক্ষ্যে জনগণ ও সংস্থাগুলিকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
আরো দেখুনঃ রহস্যময় ওমানের সুলতান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post