দেশে ফেরার আগে বিশ্ব দরবারে নিজ ও দেশের গৌরবকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ইরানে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া বাংলাদেশী হাফেজ বশির আহমদ। শুক্রবার সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় সবশ্রেণির মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন হাফেজ বশির।
বিমানবন্দরে হাফেজ বশিরকে সংবর্ধনা দিতে উপস্থিত ছিলেন তার শিক্ষক দেশের স্বনামধন্য হাফেজ শায়খ নেছার আহমাদ আন নাছিরী। বিমানবন্দরে প্রিয় ছাত্রের প্রতি মানুষের এমন অকৃত্রিম ভালোবাসার প্রকাশ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন এই হাফেজ। এ সময় তিনি জানান, ইরানের প্রেসিডেন্ট বিশ্বজয়ী হাফেজ বশিরের মাথায় চুমু খেয়েছেন।
তার মতে, বাংলাদেশে এখন কোরআনের নিরব বিপ্লব চলছে। এর আগে দুবাই, সৌদি আরবসহ অনেক দেশে কোরআনের মাধ্যমে বাংলাদেশী হাফেজরা বিশ্বজয় করেছেন। এ সময় হাফেজ বশির আহমাদ জানান, বড় হয়ে তিনি মদিনা বিশ্ববিদ্যালয় অথবা আল-আজহার বিশ্ববিদ্যালয়ে কোরআনিক সাইন্স বিষয়ে পড়াশোনা করতে চান। হতে চান মসজিদে হারামের ইমাম।
হাফেজ বশির আহমদ ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র। তার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামে। তারা বাবা সহকারী অধ্যাপক মাওলানা মো: আবদুর রশিদ।
এছাড়া ইরান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের আরো দু’জন হাফেজ বিজয়ী হয়েছেন। তারা হলেন- হাফেজ মুশফিক রহমান ও হাফেজা মাইমুনা বিনতে মুনির। হাফেজ মুশফিক রহমান ছেলেদের কেরাত বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছেন। আর হাফেজা মাইমুনা বিনতে মুনির মেয়েদের হিফজুল কোরআন বিভাগে তৃতীয় স্থান অর্জন করার সৌভাগ্য অর্জন করেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post