চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৮তম আসর। শুরুর দিকে ক্রেতার চাপ কম থাকলেও শেষ সময়ে ক্রেতার চাপ বেড়েছে। এবারের মেলায়ও বিভিন্ন স্টল প্যাভিলিয়নে শোভা পেয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে শৌখিন পণ্যসামগ্রী। এর মধ্যে জুয়েলারি পণ্যে মুগ্ধ হচ্ছেন নারী ক্রেতা-দর্শনার্থীরা।
মেলা উপলক্ষে বিভিন্ন জুয়েলারি পণ্যে চলছে নানা আকর্ষণীয় অফার।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের জুয়েলারি প্যাভিলিয়নে সরেজমিনে দেখা যায়, মেলা উপলক্ষে ২৫ শতাংশ ছাড় দিয়ে ডায়মন্ড ওয়ার্ল্ডের জুয়েলারি পণ্যগুলো বিক্রি হচ্ছে। এগুলোর মধ্যে নোস পিন ৪২ হাজার ছয়শ টাকা, পেন্ডেন্ট সেট এক লাখ দুই হাজার চারশ টাকা, ব্রেসলেট দুই লাখ ৯৯ হাজার টাকা, ফিঙ্গার রিং ১৫ হাজার থেকে পাঁচ লাখ টাকা, প্লাটিনাম রিং ৫২ হাজার টাকা, গোল্ড রিং ৪৪ হাজার ৯৩১ টাকা, প্লাটিনাম ও ডায়মন্ডের ব্রেসলেট দুই লাখ ৪৩ হাজার ৩৪৯ টাকায় বিক্রি হচ্ছে।
আমরিন জামান নামের এক নারী ক্রেতা বলেন, ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রত্যেকটি পণ্য দেখতে খুব আকর্ষণীয়। জুয়েলারি পণ্য কেনাতে আমি সবসময় আসক্ত। যেহেতু মেলা উপলক্ষে ছাড় চলছে সেজন্য এখান থেকে কয়েকটি পণ্য কিনলাম।
প্রিয়া আক্তার নামের আরেক নারী দর্শনার্থী বলেন, ছাড় চললেও দাম একটু বেশি মনে হচ্ছে। যা কেনার সাধ্য নেই। তাই ছবি তুলেই চলে যাচ্ছি।
প্যাভিলিয়নটির ইনচার্জ আরিফ বলেন, জুয়েলারি পণ্যের মধ্যে ডায়মন্ড ওয়ার্ল্ডের জুয়েলারি পণ্য সবাই খুব পছন্দ করেন। অন্যান্য বারের মতো এবারের মেলাতেও ক্রেতাদের ভালো সাড়া পেয়েছি। আশা করছি, শেষ দিন পর্যন্ত এমনই সাড়া পাবো।
মেলার সার্বিক নিরাপত্তা এবং আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেলাপ্রাঙ্গণে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও র্যাব নিয়োজিত থাকছে। এছাড়া সার্ভিস গেট ও ভিআইপি গেটের শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রাইভেট সিকিউরিটি গার্ড নিয়োগ করা হয়েছে। নিরাপত্তা অগ্রাধিকার বিবেচনায় মেলাপ্রাঙ্গণের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, প্রবেশপথ, পার্কিং এরিয়া এবং সংশ্লিষ্ট সব এলাকায় প্রয়োজনীয় সংখ্যক সিসিটিভি স্থাপন করা হয়েছে।
এছাড়া মেলার প্রবেশপথে প্রয়োজনীয় সংখ্যক আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করা হয়েছে। একইভাবে যে কোনো ধরনের অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে মেলায় সার্বক্ষণিক নিয়োজিত আছে ফায়ার ব্রিগেড।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post