আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। বাংলাদেশ হাইকমিশন, টেলরস ইউনিভার্সিটি মালয়েশিয়া এবং সেন্টার ফর অল্টারনেটিভস অফ বাংলাদেশের সাথে যৌথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন মিশনের ফার্ষ্টসেক্রেটারি (মিডিয়া) সুফি আব্দুল্লাহিল মারুফ।
শনিবার এ প্রতিবেদককে তিনি জানান, ভাষার মাসকে স্বরন করতে ২০ ফেব্রুয়ারী টেইলর ইউনিভার্সিটির গ্র্যান্ড হলে অনুষ্টিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠান। এর আগে টেইলর ইউনিভার্সিটির গ্র্যান্ড হল পরিদর্শন করেন, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: শামিম আহসান। এ সময় তার সাথে ছিলেন, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ এ খাস্তগীরসহ হাইকমিশনের প্রতিনিধিদল।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) স্থানীয় সময় বিকেল ৪ টা ৫ মিনিটে, হাইকমিশনার মোঃ শামীম আহসানের স্বাগত বক্তব্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। এর পর বক্তব্য রাখবেন সেন্টার ফর অল্টারনেটিভস, বাংলাদেশ এর পরিচালক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ।
এছাড়া, ইউনেস্কোর আঞ্চলিক অফিস, জাকার্তার কান্ট্রি ডিরেক্টর মিসেস মাকি কাতসুনো-হায়াশিকাওয়ার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ভিডিও আকারে প্রকাশ করা হবে। অনুষ্টানে সমাপনী বক্তব্য দিবেন, টেলরস ইউনিভার্সিটির স্কুল অফ লিবারেল আর্টস অ্যান্ড সায়েন্সেস এর প্রফেসর ডঃ অনিন্দিতা দাশগুপ্ত। এর পর চলবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তথ্যচিত্রের প্রদর্শনী।
এছাড়াও প্যানেল আলোচনায় অংশ নেবেন, আইসিটি বিভাগ ও বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের ফ্ল্যাগশিপ ডিজিটাল ট্রান্সফরমেশন প্রোগ্রাম অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) এর নীতি উপদেষ্টা অনির চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই, এশিয়া প্যাসিফিক জার্নাল অফ ফিউচার ইন এডুকেশন অ্যান্ড সোসাইটি (এপিজেএফইএস) ব্যবস্থাপনা সম্পাদক ও টেলরস বিশ্ববিদ্যালযয়ের হাব লিডার ডাঃ কালাই ভানি রাজন্দ্রাম, বেঙ্গালুরের স্যার এম বিশ্বেশ্বরায় ইনস্টিটিউট অফ টেকনোলজির মিঃ গৌথম কুমার। তারা সবাই অনলাইনে এই প্যানেল আলোচনায় যুক্ত থাকবেন।
বাংলাদেশ,মালয়েশিয়া,ভারত, মালদ্বীপ, নাইজেরিয়া, রাশিয়ান ফেডারেশন, সুদান, তানজানিয়াসহ বিভিন্ন হাইকমিশন/দূতাবাস/বিশ্ববিদ্যালয় একে অপরের সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তাদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরবেন অনুষ্টানে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post