পবিত্র রমজান মাস বরকত ও কল্যাণের মাস। আল্লাহর দয়া ও অনুগ্রহ লাভের মাস। এই মাসেই পবিত্র কোরআন মাজিদ নাজিলসহ মানুষ আল্লাহর আরও ঘনিষ্ঠ ও কাছের হয়।
হিজরি সনের নবম মাস রমজান। এই মাস অত্যন্ত মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের সঙ্গে বিশ্বের ধর্মপ্রান মুসলিম মানুষগন রমজান পালন করে থাকে। লুনার ক্যালেন্ডার অনুযায়ী প্রতিবছর ১০-১১ দিন এগিয়ে আসে এই পবিত্র রমজান মাস। তাই এই বছরের মার্চের শুরুতেই হচ্ছে রমজান।
তবে চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ১২ বা ১৩ মার্চ। তবে রমজান শুরুর সময় ১২ মার্চ ধরে ওমানের সাহ্রী ও ইফতারের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ১৪৪৫ হিজরির রমজান মাসের সাহ্রী ও ইফতারের এ সময়সূচি করা হয়েছে।
সময়সূচি অনুযায়ী, ১২ মার্চ প্রথম রমজানে ওমানের মাস্কাটে সাহ্রীর শেষ সময় ভোররাত ৪টা ৫৪ মিনিট ও ইফতারির সময় ৬টা ২০ মিনিট এবং সালালাহতে সাহ্রীর শেষ সময় ভোররাত ৫টা ১২ মিনিট ও ইফতারির সময় ৬টা ৩৮ মিনিট
তবে চাঁদ দেখার ওপর নির্ধারিত হয় ১ রমজান। দূরত্ব অনুযায়ী সময়ের সঙ্গে যোজন বিয়োজন করে ওমানের প্রধান দুই শহরের প্রবাসীদের সাহ্রী ও ইফতার সময়সূচি তৈরি করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post