বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদিআরবের টিকিট নিয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বুধবার (৭ অক্টোবর) মন্ত্রণালয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সৌদি গমনকারী পুরাতন টিকিটধারী যাত্রীদের ধারাবাহিকভাবে কোনরকম চার্জ ছাড়াই টিকিট রি-ইস্যু করে আসন বরাদ্দ করছে বিমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট তাদের নিজস্ব টিকিট সেন্টার ছাড়া অন্য কোথাও রি-ইস্যু করার কোনো সুযোগ নেই।
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কিছু অসাধু এজেন্সি/ব্যক্তি সৌদি আরবে যাওয়ার টিকিট অর্থের বিনিময়ে পুনরায় ইস্যু করিয়ে দেবে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম/বিভিন্ন প্লাটফর্মে মিথ্যা/প্রতারণামূলক প্রচার চালিয়ে আসছে। এ ধরনের কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে। যারা এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সৌদি আরবগামী যাত্রীদের এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার অনুরোধ জানানো হলো।
আরো পড়ুনঃ মানব সেবার আড়ালে ওমানে কোটি টাকার জালিয়াতি
এদিকে ওমানগামী প্রবাসীদের টিকিট মূল্য আকাশচুম্বী হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ওমান প্রবাসীরা। বেশ কয়েকটি এয়ারলাইন্সের বিরুদ্ধে অভিযোগ ও দেন তারা। করোনার পূর্বে রিটার্ন টিকিট নিয়ে দেশে আসলেও এখন পুনরায় ওমান যেতে টিকিট ইস্যু করতে অতিরিক্ত ২০ থেকে ৩০ হাজার টাকা করে নিচ্ছেন এমন অভিযোগ ওমান প্রবাসীদের। টিকিট কালোবাজারির হাত থেকে প্রবাসীদের রক্ষা করতে সরকারের কাছে দাবী জানিয়েছেন প্রবাসীরা।
ওমানের সব সংবাদ দেখুন বুলেটিনে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post