ওমানে রুপেল হুসাইন নামে এক বাংলাদেশী প্রবাসীকে গ্রেফতারে হুলিয়া জারী করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ আরওপি। আজ আরওপি’র অনলাইনে জারি করা এক বিবৃতিতে এই তথ্য দেওয়া হয়েছে। তাকে দেখা মাত্রই ৯৯৯৯ এ কল করে পুলিশকে অবহিত করতে অনুরোধ জানিয়েছে পুলিশ।
রুপেলের বিরুদ্ধে হুলিয়া জারীর ২ ঘণ্টার মধ্যেই পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে গ্রেফতারে তথ্য দিয়ে সহযোগিতা করায় সবাইকে ধন্যবাদ জানিয়েছে আরওপি। তবে তার অপরাধের ব্যাপারে এখনো কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তার ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে ইতিমধ্যেই প্রবাস টাইম কাজ শুরু করছে।
ওমানের ১৫ শতাংশ নাগরিকের ডায়াবেটিস
ওমানের ১৫ শতাংশ নাগরিকের ডায়াবেটিস রয়েছে বলে জানালেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির ১৫% জনগণ ডায়াবেটিস মেলিটাসে ভুগছেন এবং প্রায় দুই-তৃতীয়াংশ লোক উচ্চ রক্তচাপে ভুগছেন। মন্ত্রণালয় আরো জানিয়েছেন, দীর্ঘস্থায়ী অ-সংক্রামক রোগগুলি বিশ্বব্যাপী ও স্থানীয়দের বোঝা হয়ে দাঁড়িয়েছে। কারণ ওমানের ১৫% জনগণ ডায়াবেটিস মেলিটাসে ভুগছেন। এছাড়াও প্রায় দুই-তৃতীয়াংশ লোক উচ্চ রক্তচাপে ভুগছেন। জনসংখ্যার ৩০% স্থূলকায় এবং ৩৫% বেশি মেদ বা চর্বি জাতীয় রোগে ভুগছেন।
ওমানে নতুন কমিটি গঠন করলো দেশটির সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রী
ওমানের সংস্কৃতি ক্রীড়া ও যুব মন্ত্রী সাইয়্যিদ থায়াজিন বিন হাইথাম আল সাইদ মন্ত্রণালয়ের কাজ মূল্যায়ন করার জন্য নতুন একটি কমিটি গঠন করেছে। আজ নতুন এক সিদ্ধান্তের মাধ্যমে মন্ত্রী এই তথ্য জানান। মন্ত্রণালয়ের কাজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল্যায়ন করার জন্য এই কমিটি গঠন করা হয়েছে। এখন থেকে মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমের মূল্যায়ন করবে নতুন এই কমিটি বলে জানিয়েছেন মন্ত্রী।
আরো পড়ুনঃ মানব সেবার আড়ালে ওমানে কোটি টাকার জালিয়াতি
ওমানের সব সংবাদ দেখুন বুলেটিনে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post