সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘ইসেট’ গুগল প্লে স্টোরে ৬টি অ্যাপে ‘বজ্রস্পাই’ নামক নতুন ম্যালওয়্যার আবিষ্কার করেছে। গবেষকদের মতে, এই অ্যাপগুলো ইনস্টল করলে স্মার্টফোনে ‘বজ্রস্পাই’ ম্যালওয়্যার প্রবেশ করে গোপনে ব্যবহারকারীর বিভিন্ন তথ্য সংগ্রহ করে। এমনকি এটি ফোনকল রেকর্ড করে সাইবার অপরাধীদের কাছে পাঠাতে পারে।
ইসেট গবেষকদের তথ্যমতে, গুগলের নিরাপত্তাব্যবস্থার চোখ এড়িয়ে প্লে স্টোরে জায়গা করে নেওয়ায় এরই মধ্যে অনেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী নিজেদের ফোনে অ্যাপগুলো নামিয়ে ব্যবহার করছেন। ফলে ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্য চুরি হওয়ার পাশাপাশি সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন তাঁরা।
ক্ষতিকর ম্যালওয়্যার থাকার বিষয়টি জানতে পেরে এরই মধ্যে প্লে স্টোর থেকে অ্যাপগুলো মুছে ফেলেছে গুগল। তবে ব্যবহারকারীদের ফোনে থাকা অ্যাপগুলো এখনো তথ্য সংগ্রহ করে পাচার করতে সক্ষম। আর তাই ব্যবহারকারীদের ফোন থেকে অ্যাপগুলো দ্রুত মুছে ফেলার পরামর্শ দিয়েছে ইসেট।
মুঠোফোন থেকে তথ্য চুরি করা অ্যাপগুলো হলো ‘প্রিভ টক’, ‘লেটস চ্যাট’, ‘কুইক চ্যাট’, ‘চিট চ্যাট’, ‘রাফাকত’ ও ‘মিট মি’। এ ধরনের ক্ষতিকর অ্যাপ থেকে রক্ষা পেতে অ্যাপ নামানোর আগেই নির্মাতাদের বিষয়ে অনলাইনে খোঁজখবর নিতে পরামর্শ দিয়েছে ইসেট।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post