মাদারীপুরের রাজৈরে ইতালী প্রবাসী পলাশ জমাদ্দারের স্ত্রীর গলায় দেশীয় অস্ত্র(ছুরি) ঠেকিয়ে ২০ ভরি স্বর্ণালংকারসহ নগদ টাকা ও মোবাইল চুরি করে পালিয়েছে চোরচক্র।
শনিবার রাত ২ টার দিকে উপজেলার বাজিতপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড সুতারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এসময় চোরেদের লাঠির আঘাতে দুই গৃহবধূ আহত হয়। তাদের মধ্যে খদিজা আক্তার অঞ্জনা(৩২) গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, পলাশ জমাদ্দার ইতালি ও ইউনুস জমাদ্দার লিবিয়া প্রবাসী। তাদের দুই ভাইয়ের স্ত্রী ও মা দ্বিতল বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় থাকেন।
প্রতিদিনের মতো শনিবার রাতে পলাশের স্ত্রী রিয়া মনি(১৮) ও ইউনুসের স্ত্রী খদিজা আক্তার অঞ্জনা(৩২) একটি রুমে একত্রে ঘুমিয়ে ছিলেন। এসময় জানালার রড ভেঙ্গে ভিতরে প্রবেশ করে চোরচক্রের সদস্যরা। পরে টের পেয়ে বাঁধা দিতে গেলে পলাশের স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লক্ষ টাকা ও একটি মোবাইল লুট করে নেয়।
একপর্যায়ে তারা ডাক-চিৎকার দিলে দুই গৃহবধূকে লাঠি দিয়ে বেদম মারপিট করে চোরচক্র পালিয়ে যায়। পরে আসপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে খদিজাকে গুরুতর অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
রাজৈর থানার ওসি মোঃ আসাদুজ্জামান হাওলাদার আসাদ জানান, ঘটনাস্থল পরিদর্শণ করেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থ নেওয়া হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post