ভারত ও সৌদি আরব সোমবার রাজস্থানের মহাজনে তাদের উদ্বোধনী যৌথ সামরিক মহড়া ‘সাদা তানসিক’ শুরু করেছে। সামরিক সহযোগিতা আরও গভীর করার উদ্দেশেই এই মহড়া বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। রয়্যাল সৌদি ল্যান্ড ফোর্সের ৪৫জন সদস্যকে নিয়ে সৌদি আরবের সৈন্যদল ১০ফেব্রুয়ারি পর্যন্ত সামরিক মহড়ায় অংশ নেবে। ৪৫ জন কর্মী নিয়ে গঠিত ভারতীয় সেনাবাহিনীর দলটি ব্রিগেড অফ দ্য গার্ডস (মেকানাইজড ইনফ্যান্ট্রি) থেকে একটি ব্যাটালিয়নের প্রতিনিধিত্ব করছে।
সেনাবাহিনীর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে- ”এই মহড়ার উদ্দেশ্য হল জাতিসংঘ সনদের অধ্যায় VII এর অধীনে আধা-মরুভূমিতে যৌথ অভিযানের জন্য উভয় পক্ষের সৈন্যদের প্রশিক্ষণ দেওয়া। অনুশীলনটি উভয় পক্ষকে সাব-কনভেনশনাল ডোমেইনে অপারেশন পরিচালনার কৌশল এবং পদ্ধতিতে সর্বোত্তম অনুশীলন ভাগ করতে সক্ষম করবে। এটি দুই পক্ষের সৈন্যদের মধ্যে আন্তঃক্রিয়াশীলতা, বন্ধুত্বের বিকাশকে সহজতর করবে। মহড়ার মধ্যে মোবাইল ভেহিক্যাল চেকপোস্ট স্থাপন, কর্ডন এবং অনুসন্ধান অভিযান, হাউস ইন্টারভেনশন ড্রিল, রিফ্লেক্স শুটিং, স্লিদারিং এবং স্নাইপার ফায়ারিং অন্তর্ভুক্ত থাকবে।
এই মহড়া নিরাপত্তার লক্ষ্য অর্জন, প্রতিরক্ষা সহযোগিতার মাত্রা বাড়াতে এবং দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। ২০২৩ সালের সেপ্টেম্বরে, ভারত এবং সৌদি আরব একটি মেগা শোধনাগার সহ দেশে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের জন্য রিয়াদের দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে ত্বরান্বিত করার পদক্ষেপের রূপরেখা নির্ধারণ করে। কারণ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রতিরক্ষা শক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার উপায়গুলি অন্বেষণ করেছিলেন। তাদের বৈঠকে, দুই নেতা প্রতিরক্ষা, নিরাপত্তা, জ্বালানি, প্রযুক্তি, পরিবহণ, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা ক্ষেত্রে সহযোগিতার উপর দৃষ্টি নিবদ্ধ করেন ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post