ওমানে বাংলাদেশ স্কুল মাস্কাটের ১৬ হাজার রিয়াল মওকুফ, প্রশংসায় ভাসছেন স্কুলের চেয়ারম্যান
মহামারী করোনাকালীন সময়ে ওমানে বাংলাদেশ স্কুল মাস্কাটের ১৬ হাজার রিয়াল মওকুফ করতে রাজি হয়েছেন স্কুলের জমিদাতা শেখ আলী হিলাল বিন খলিলি। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩৫ লাখ টাকার সমপরিমাণ অর্থ তিনি মওকুফ করেছেন। এমন স্বস্তিদায়ক খবরে ইতিমধ্যেই দেশটির বাংলাদেশ কমিউনিটিতে প্রশংসায় ভাসছেন স্কুলের চেয়ারম্যান ডাক্তার সাজ্জাদ হোসেন চৌধুরী।
গতকাল ২৮ অক্টোবর সন্ধ্যায় বাংলাদেশ স্কুল মাস্কাটের সভাকক্ষে এক বৈঠকে এই ঘোষণা দেন স্কুলের জমিদাতা। এতে উপস্থিত ছিলেন স্কুলটির জমিদাতা শেখ আলী হিলাল বিন খলিলি। বৈঠকে চেয়ারম্যান ডা.মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী স্কুলটির সার্বিক অবস্থার পাশাপাশি আর্থিক অবস্থার ওপর গুরুত্বারোপ করেন। পরে তার অনুরোধে শেখ খলিলি করোনা মহামারি পরিস্থিতিতে সৃষ্ট আর্থিক সঙ্কটে স্কুলের ভাড়া ১৬ হাজার রিয়াল মওকুফ করে দেন। বাকি ছাপ্পান্ন হাজার রিয়াল দুই কিস্তিতে প্রদানের জন্য সম্মতি দেন।
এ সময় পরস্পরের সম্মতি সাপেক্ষে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্কুলের অধ্যক্ষ ফারজানা করিম, ফাইন্যান্স ম্যানেজার, হিউম্যান রিসোর্স ম্যানেজার ও শেখ খলিলির ছেলে শেখ হিলাল আলী আল খলিলি।
আরো দেখুনঃ ওমানের সাহেদ সৈয়দ মোজাম্মেল হক!
করোনা লকডাউনের কারণে সৃষ্ট অর্থনৈতিক দুর্দশায় বাংলাদেশ স্কুল মাস্কাটের পাঁচটি শাখার প্রায় তিন হাজার ছাত্রছাত্রীসহ ১১৭ শিক্ষক কর্মকর্তার পেশা ও শিক্ষা জীবন হুমকির মুখে পড়েছে বলে জানান ডাঃ সাজ্জাদ। এ অবস্থায় স্কুল গুলো টিকিয়ে রাখতে প্রধানমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সমাজের বিত্তবানদের প্রতি স্কুলটি রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আরো দেখুনঃ ওমান যেতে বিমানের নির্দেশিকা
আরো পড়ুনঃ পুনরায় ওমান যেতে নির্দেশিকা জারী করলো বিমান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post