বর্তমানে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর মধ্যে ইনস্টাগ্রাম অন্যতম জনপ্রিয়। একসময় এই প্ল্যাটফর্মটি ব্যক্তিগত চ্যাটের জন্য বেশি ব্যবহৃত হলেও, বর্তমানে ব্যবসায়িক এবং অফিসিয়াল কাজেও এর ব্যবহার বাড়ছে।
ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও প্রকাশের পাশাপাশি একাধিক বন্ধু, পরিবারের সদস্য বা পরিচিতদের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহার করেন। ইনস্টাগ্রামের গ্রুপ চ্যাট সুবিধা কাজে লাগিয়ে চাইলেই একাধিক ব্যক্তির সঙ্গে একসঙ্গে বার্তা আদান-প্রদান করা সম্ভব।
গ্রুপ চ্যাট সফলভাবে শুরু করার জন্য এই ক্রমানুসারিত তালিকাটি অনুসরণ করুন
ইনস্টাগ্রাম অ্যাপটি খুলে সরাসরি বার্তা বা মেসেজ থেকে, উপরের ডান কোণায় কাগজের বিমান আইকনে ট্যাপ করে বাম দিকে সোয়াইপ করে বা পেন্সিল এবং কাগজ আইকনে আলতো চাপুন। একটি নতুন কথোপকথন শুরু করুন।
আপনি যে ব্যবহারকারীদের গ্রুপ চ্যাটে যোগ করতে চান তাদের ব্যবহারকারীর নাম দ্বারা অনুসন্ধান করে বা পরামর্শের তালিকা থেকে তাদের নির্বাচন করুন।
মেটার নতুন লক্ষ্য আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সমেটার নতুন লক্ষ্য আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স
একবার সমস্ত অংশগ্রহণকারীদের নির্বাচন করা হয়ে গেলে, ওপরের ডানদিকে, আপনি বিকল্পটি পাবেন ‘নতুন দল’ সেখানে স্পর্শ করুন। প্রদত্ত স্থানটিতে গ্রুপের জন্য একটি নাম টাইপ করুন এবং আলতো চাপুন । একবার গ্রুপটি তৈরি হয়ে গেলে, সমস্ত সদস্যরা বার্তা, ফটো, ভিডিও এবং এমনকি তৈরি করে শুরু করতে সক্ষম হবে।
অনেক সময় বন্ধু বা পরিচিত ব্যক্তিরা না জানিয়েই তাদের তৈরি ইনস্টাগ্রাম গ্রুপ চ্যাটে অন্যদের যুক্ত করেন। তবে চাইলেই ইনস্টাগ্রামের যেকোনো গ্রুপ চ্যাট থেকে বের হয়ে আসা যায়। ইনস্টাগ্রামে গ্রুপ চ্যাট থেকে বের হওয়ার জন্য প্রথমে ‘গ্রুপ চ্যাটবক্স’ অপশনে প্রবেশ করে ওপরে থাকা নিজের অ্যাকাউন্টের নাম ট্যাপ করতে হবে। এরপর পরের পৃষ্ঠায় ‘লিভ’ অপশনে ট্যাপ করলেই একটি পপআপ বার্তা দেখা যাবে। এবার পুনরায় ‘লিভ’ অপশনে ট্যাপ করতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post