ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি আন্তর্জাতিক ফ্লাইটের পথ রুদ্ধ হয়ে যায়। পাইলটরা রানওয়ে পরিষ্কার দেখার পরপরই ফ্লাইট অবতরণের চেষ্টা করেন, কিন্তু কুয়াশার কারণে তা সম্ভব হয়নি। ফলে দুটি ফ্লাইটকে কলকাতায় ডাইভার্ট করতে হয়। বেলা বেড়ে যাওয়ার পরপরই কুয়াশার ঘনত্ব কমে আসে এবং বিমানবন্দরে বিমান ওঠানামা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম আজ রোববার বেলা ১১টার দিকে গণমাধ্যমকে বলেন, আজ ভোর থেকে ঘন কুয়াশা ছিল।
আর এ জন্য দুটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। এর মধ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি এসেছিল দাম্মাম থেকে আর কাতারের ফ্লাইটটি ছিল দোহা থেকে। দুটিই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
আজ সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে এ দুটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল।
বেলা বেড়ে যাওয়ার পর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়ে গেছে বলে জানান মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি বলেন, কলকাতায় যে দুটি ফ্লাইট গেছে, সেগুলো সেখান থেকে ঢাকার পথে রওনা হচ্ছে শিগগিরই।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post