নোয়াখালীর চাটখিলে অস্ত্রের খেলায় জড়িত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তারা মো. রাজু (২৫) নামে ওমান প্রবাসী এক যুবককে অপহরণের পর অস্ত্র দিয়ে ফাঁসাতে চেয়েছিলেন বলে জানা যায়। বুধবার (১০ জানুয়ারি) ভোরে রামনারায়ণপুর ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ প্রবাসী যুবক রাজুকে আহত অবস্থায় উদ্ধার করেছে।
গ্রেফতাররা হলেন, খিলপাড়া ইউনিয়নের শংকরপুর গ্রামের আদি বাড়ির দুলাল মিয়ার ছেলে নূর হোসেন (২৭) ও রিপুজী বাড়ির রফিক উল্যার ছেলে নূর আলম রুবেল (২৬)। তাদের কাছ থেকে একটি দেশীয় একনলা পাইপগান ও দুটি কার্তুজ জব্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে খিলপাড়া বাজার থেকে পূর্ব শত্রুতার জেরে নাহারখিল গ্রামের মৃত সামসুল হকের ছেলে ওমান প্রবাসী মো. রাজুকে অপহরণ করা হয়। পরে তাকে মারধর করে মাদক ও অস্ত্র দিয়ে ছবি তুলে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক গণমাধ্যমকে বলেন, আহত প্রবাসীকে উদ্ধার ও অভিযুক্ত দুই যুবককে থানায় আনা হয়েছে। পরে ঘটনার বিবরণ জেনে রুবেল ও নূরের বিরুদ্ধে অস্ত্র মামলা দেওয়া হয়েছে। এছাড়া অভিযুক্ত দুজনসহ জড়িতদের বিরুদ্ধে পৃথক আরেকটি অপহরণ মামলা করা হয়েছে বলে জানান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post