গত অক্টোবরে ভারতের নৌবাহিনীর সাবেক আট কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন কাতারের আদালত। গত মাসে সেই মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে দেয় কাতার। এরপর ভারত জানিয়েছে, তারা এই কারাদণ্ডের বিরুদ্ধে ৬০ দিনের মধ্যে আপিল করতে পারবে। তবে কাতার বা ভারত কেউই তাদের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
রয়টার্স একটি বেনামী সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ওই ব্যক্তিদের বিরুদ্ধে ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। তবে ভারত, কাতার ও ইসরায়েল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এ বিষয়ে আদালতের আদেশ প্রকাশ্যেও আসেনি।
গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে ভারতীয় নাগরিকদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য তাদের ৬০ দিনের মত সময় আছে। তবে তিনি কারাদণ্ডের মেয়াদ সম্পর্কে কোনো তথ্য দেননি।
২০২২ সালে সাবেক এই নৌ কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়। তখন ভারতের খবরের কাগজের প্রথম পাতার শিরোনাম হয় ঘটনাটি। ২০২৩ সালের অক্টোবরে ভারত জানায়, তারা এই রায়ের খবরে ভীষণভাবে হতবাক এবং সব আইনি বিকল্প খুঁজে এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post