ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ করে সে অনুযায়ী বিজ্ঞাপন প্রদর্শনের জন্য ব্যাপক আলোচনা রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নিয়ে। এমনকি ব্যবহারকারীর সম্মতি ছাড়াই তাঁর ব্যক্তিগত তথ্য ব্যবহারের অভিযোগও রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
এবার ফেসবুকের মোবাইল অ্যাপে চালু হওয়া নতুন একটি সুবিধা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ‘লিংক হিস্ট্রি’ নামের নতুন এই সুবিধার মাধ্যমে ফেসবুক অ্যাপ থেকে প্রবেশ করা ওয়েবসাইটের তথ্য সংরক্ষণ করবে প্রতিষ্ঠানটি। এক ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছে ফেসবুক।
স্বয়ংক্রিয়ভাবেই এই সুবিধা চালু থাকায় ফেসবুকের প্রায় সব ব্যবহারকারীর ওয়েবসাইট দেখার (ব্রাউজিং) ইতিহাস সংরক্ষণ করছে প্রতিষ্ঠানটি। পরে এসব তথ্য ব্যবহার করে ব্যবহারকারীর সঙ্গে প্রাসঙ্গিক ও সামঞ্জস্যপূর্ণ বিজ্ঞাপন তাঁকে দেখানো হচ্ছে। অবশ্য সুবিধাটি ব্যবহারকারী চাইলে বন্ধ করেও রাখতে পারবেন।
লিংক হিস্ট্রি নিয়ে নিরাপত্তা উদ্বেগ তৈরি হলে ফেসবুক বলছে ভিন্ন কথা। প্রতিষ্ঠানটির ভাষ্য, এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারী যেসব ওয়েবসাইটে যাচ্ছেন, সেগুলোর লিংক একটি নির্দিষ্ট স্থানে সংরক্ষিত থাকবে। ফলে লিংক হারিয়ে ফেলার শঙ্কাও থাকবে না। ব্যবহারকারী চাইলে সুবিধাটি বন্ধও রাখতে পারবেন। পরে প্রবেশ করা লিংকের তথ্য ব্যবহার করে প্রাসঙ্গিক বিজ্ঞাপন প্রদর্শন করা হতে পারে।
ফেসবুকের ব্লগে বলা হয়, সর্বশেষ ৩০ দিনে ফেসবুকের মোবাইল অ্যাপ থেকে যেসব ওয়েবসাইটে প্রবেশ করা হয়েছে, সেগুলোর তথ্যই জমা থাকবে। তবে মেসেঞ্জার চ্যাট থেকে প্রবেশ করা লিংক সংরক্ষণ করা হবে না।
প্রাইভেসি পলিসি মেনেই সংরক্ষিত এসব লিংকের তথ্যের সঙ্গে প্রাসঙ্গিক বিজ্ঞাপন প্রদর্শন করা হতে পারে। সুবিধাটি বন্ধ করলে পরবর্তী ৯০ দিনের মধ্যে সংরক্ষিত লিংকের তথ্য মুছে ফেলবে ফেসবুক। সুবিধাটি এখনো বিশ্বের সব দেশে চালু হয়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post