ইমো সম্প্রতি ‘পাসকিজ’ নামে একটি নতুন ফিচার উন্মোচন করেছে। এই ফিচারটি অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীদের অ্যাকাউন্টকে আরও নিরাপদ সুরক্ষিত রাখবে।
এই প্রযুক্তির মাধ্যমে, ব্যবহারকারীদের বায়োমেট্রিক তথ্য অ্যাপের লগ ইন সার্ভিস থেকে আলাদাভাবে সংরক্ষণ করা হয়। যার মাধ্যমে সর্বোচ্চ মানসম্পন্ন ও নিরাপদ সুরক্ষিত ব্যবস্থা নিশ্চিত হবে। ইমো ব্যবহারে আরও স্বাচ্ছন্দ্যে মুখমণ্ডল, আঙুলের ছাপ ও পিন ব্যবহার করে অ্যাকাউন্ট আনলক করার সুবিধা দেবে।
পাসকিজ ফিচার দিয়ে পাসওয়ার্ড ছাড়াই অ্যাপে লগইন করা যাবে। বায়োমেট্রিক সুবিধা, যেমন– ফিঙ্গারপ্রিন্ট, ফেস রিকগনিশন বা পিন ব্যবহারে অ্যাকাউন্ট আনলক করা যাবে। সহজ, দ্রুত আর সুরক্ষিত উপায়ে অ্যাপ ব্যবহারে নিরবচ্ছিন্ন অথেনটিকেশনে নতুন মানদণ্ড নিশ্চিত করবে পাসকিজ ফিচার।
ইমোতে লগইন করার সময় উল্লিখিত ফিচারে গ্রাহকরা তাদের বায়োমেট্রিক তথ্য ব্যবহার করতে পারবেন। অ্যাপে লগইন সার্ভিস জানতে পারবে না, যা নিশ্চিত করবে গোপনীয়তা। অন্যদিকে লগইন প্রক্রিয়াকে করে তুলবে সহজ। অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি প্রযুক্তির ফলে অনাকাঙ্ক্ষিত ওয়েবসাইট ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং স্ক্যামে গ্রাহকরা পাসকিজ সংশ্লিষ্ট প্রতারণা থেকে সুরক্ষিত থাকবেন। নতুন প্রযুক্তিতে ফিঙ্গারপ্রিন্ট ও ফেসিয়াল রিকগনিশন ব্যবহারে পরিচয় নিশ্চিত করা হয়। সুরক্ষার উদ্বেগ কমাতে বিশেষ সেবা দেবে পাসকিজ।
পাসকিজ ফিচারে শুধু লগইন প্রক্রিয়া ঝামেলাহীনই হবে না, লগইনে সেকেন্ডারি অথেনটিকেশনের শর্তও দূর হবে। নিরবচ্ছিন্ন যোগাযোগে নতুন মাত্রা যুক্ত হবে। পাসওয়ার্ড মুখস্থ রাখতে হবে না, আর দেশের বাইরেও এসএমএস কোড পাওয়া নিয়েও থাকবে না দুশ্চিন্তা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post