ওমরা পালন করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পরিবারের দুই সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ছয়জন। হতাহতরা সকলেই একই পরিবারের সদস্য। নিহত দুজন দুবাই ব্যবসায়ী আবু তাহেরের স্ত্রী ও কন্যা। ঘটনাটি ঘটেছে গত শনিবার।
ওই পরিবারের সদস্য মোহাম্মদ নাছির উদ্দিন জানিয়েছেন, ওই দুর্ঘটনায় মারা যাওয়া দুজন হচ্ছেন তার চাচা আবু তাহেরের সহধর্মিনী নুর জাহান (৪৭) ও মেয়ে আমিরা (১৩)।
মেয়ে আমিরা আবুধাবীর শেখ খলিফা বিন যায়েদ ইসলামীয়া স্কুল ও কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। আহতদের মধ্যে আছেন মোহাম্মদ আবুল খায়ের, তার স্ত্রী রূপনা আকতার, চাচাতো বোন রূপসা, বদিউল আলম, চাচাতো ভাই ইয়াহিয়াসহ আরো এক আত্মীয়।
তারা বর্তমানে সেখানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জানা যায়, নোয়াপাড়া গ্রামের মীর হোসেন সওদাগড়ের বাড়ির প্রবাসী আবুধাবীর প্রতিষ্ঠিত ব্যবসায়ী আবু তাহেরের পরিবারিক সদস্যরা আবুধাবী থেকে ওমরা পালনে সৌদি আরব যাচ্ছিলেন।
তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মক্কার কাছে একটি ফ্লাইওভার থেকে নিচে ছিটকে পড়ে ধুমড়ে মুচড়ে আগুন ধরে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে আবু তাহেরের স্ত্রী নুর জাহান ও মেয়ে আমিরার মৃত্যু হয়। আহতদের গুরুতর অবস্থায় সেদেশের একটি হাসপাতালে নেয়া হয়।
প্রবাসী ব্যবসায়ী নুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, নিহত দুজনের লাশ সৌদি আরবে দাফনের চেষ্টা করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post