লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের সঙ্গে মার্কিন নৌবাহিনীর সংঘর্ষের পর মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহের অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে নতুন বছরের শুরুতেই আন্তর্জাতিক বাজারে বেড়ে গেছে জ্বালানি তেলের দাম।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, লোহিত সাগরে মার্কিন নৌ বাহিনীর সঙ্গে হুতি বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষের পর মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল সরবরাহ ব্যাহত হতে পারে- বাজারে এমন উদ্বেগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি অপরিশোধিত তেলের শীর্ষ আমদানিকারক দেশ চীনে চাহিদা বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। ফলে নতুন বছরের শুরুতেই বেড়েছে জ্বালানি তেলের দাম।
মঙ্গলবার (২ জানয়ারি) ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ২৮ ডলার বা ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৭৮ দশমিক ৩২ ডলারে। এদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক শূন্য ৪ ডলার বা ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল অবস্থান করছে ৭২ দশমিক ৬৯ ডলারে।
রয়টার্সের এক সমীক্ষায় অংশ নেয়া ৩৪ অর্থনীতিবিদ ও বিশ্লেষকের পূর্বাভাস বলছে, ২০২৪ সালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি গড়ে ৮২ দশমিক ৫৬ ডলার হবে। যেখানে ২০২৩ সালের ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের গড় দাম ছিল ৮২ দশমিক ১৭।
অর্থাৎ এ বছর জ্বালানি তেলের দাম বিগত বছর থেকে সামান্য বেশি থাকবে। কারণ দুর্বল বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির মুখে চাহিদা কমে আসবে। পাশাপাশি চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনাও এ ক্ষেত্রে একটি প্রভাব ফেলবে বলে ধারণা অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের।
এদিকে রোববার (৩১ ডিসেম্বর) লোহিত সাগরে ডেনিশ শিপিং কোম্পানি মায়েরস্কের এক কনটেইনারবাহী জাহাজে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলা প্রতিহত করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এতে অন্তত ১০ জন হুতি যোদ্ধা নিহত হয়েছেন। সেই সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীটির তিনটি নৌকা সাগরে ডুবে গেছে। ফলে ইসরাইল-গাজা যুদ্ধের একটি বড় আঞ্চলিক সংঘাতে পরিণত হওয়ার ঝুঁকি বেড়েছে।
এ বিষয়ে সাংহাইভিত্তিক সিএমসি মার্কেটস বিশ্লেষক লিওন লি বলেছেন, বসন্ত উৎসব ঘিরে চীনে জ্বালানি তেলের চাহিদা সর্বোচ্চ উঠবে। সেই সঙ্গে লোহিত সাগরে উত্তেজনা বাড়ছে। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে প্রভাব পড়বে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post