প্রায় দুই মাস ধরে আরব সাগরে জাহাজে হামলার ঘটনা ঘটছে। এসব হামলায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও, জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এরই জেরে আরব সাগরে তিনটি যুদ্ধজাহাজ ও একটি টহল বিমান মোতায়েন করেছে ভারতীয় নৌবাহিনী।
গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) আরব সাগরের বিভিন্ন জায়গায় এসব মোতায়েন করা হয়েছে। গত শনিবার (২৩ ডিসেম্বর) ইসরায়েল সংশ্লিষ্ট একটি বাণিজ্যিক জাহাজে হামলার পর এই পদক্ষেপ নিল ভারত। খবর আল জাজিরা, ডয়চেভেলে, ইন্ডিয়া টুডে ও এনডিটিভির।
এক বিবৃতিতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আরব সাগরে সাম্প্রতিক হামলার ঘটনা বিবেচনায় নিয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তিনটি যুদ্ধজাহাজ এবং নজরদারির জন্য দূরপাল্লার একটি টহল বিমান মোতায়েন করা হয়েছে।
গত শনিবার (২৩ ডিসেম্বর) ভোরে আরব সাগরে রাসায়নিকবাহী একটি ট্যাংকার জাহাজে হামলা হয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান থেকে ছোড়া একটি ড্রোন এই ট্যাংকারে হামলা করেছে। যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করেছে।
মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনের এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, হামলার শিকার ট্যাংকারটির নাম চেম প্লুটো। মোটরচালিত যানটি লাইবেরিয়ার পতাকাবাহী। এটি জাপানের মালিকানাধীন হলেও নেদারল্যান্ডসভিত্তিক একটি কোম্পানি পরিচালনা করে থাকে। শনিবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে ইরান থেকে ছোড়া একটি একমুখী ড্রোন এতে হামলা করেছে। তবে এই হামলার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্যাংকারে লাগা আগুনও নেভানো হয়।
ইসরায়েল ও হামাসের যুদ্ধের জেরে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর হামলায় লোহিত সাগরে উত্তেজনা বিরাজ করছে। হুথিদের হামলার ভয়ে অনেক জাহাজ কোম্পানি হয় লোহিত সাগর এড়িয়ে ভিন্ন পথে গন্তব্যে যাচ্ছে নতুবা চুক্তিই বাতিল করে দিচ্ছে। এবার আরব সাগরে এই হামলার ঘটনা জাহাজ চলাচলে নিরাপত্তার ঝুঁকি আরও বাড়িয়েছে।
হামলার শিকার চেম প্লুটো ট্যাংকার জাহাজটি সোমবার (২৫ ডিসেম্বর) ভারতের মুম্বাই বন্দরে নিরাপদে নোঙ্গর করেছে। নোঙ্গরের পর জাহাজটি পর্যবেক্ষণ করেছে ভারতীয় নৌবাহিনী। বর্তমানে হামলার ধরন সম্পর্কে জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে অনুমান করছে যে, জাহাজটিতে ড্রোন হামলা হয়েছে। তবে হামলায় ব্যবহৃত বিস্ফোরকের ধরন ও পরিমাণ নিশ্চিত করতে ফরেনসিক ও কারিগরি বিশ্লেষণের প্রয়োজন হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post