দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে সন্ত্রাসী হামলায় মাদারীপুর জেলার শিবচরের শাহজালাল (৩৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শাহজালাল জেলার শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের দক্ষিণ বাশকান্দি এলাকার সোনামিয়া মাদবরের ছেলে। দীর্ঘ ৯ বছর ধরে তিনি দক্ষিণ আফ্রিকায় থাকেন। নিহতের চাচাতো ভাই সামাদ মাতুব্বর এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, শাহজালাল জীবিকার তাগিদে দীর্ঘ ৯ বছর ধরে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থাকেন। সেখানে বরিশাল এলাকার গোপাল নামে একজনের সাথে একটি ব্যবসা শুরু করেন। বুধবার ( ১৩ ডিসেম্বর) রাতে দক্ষিণ আফ্রিকার সময় রাত ৮টার দিকে একদল সন্ত্রাসী তার নিকট চাঁদা দাবি করেন। এ সময় চাঁদা দিতে অস্বীকার করলে গুলি করে হত্যা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে বৃহস্পতিবার ভোরে নিহতের খবর বাড়িতে এলে শোকের ছায়া নেমে আসে বাড়িতে। নিহতের চাচাতো ভাই সামাদ মাদবর বলেন, আমার ভাই ৮-৯ বছর যাবত বিদেশে গেছে। ভোরে ওর মৃত্যুর খবর পাই। আমাদের খুব কষ্ট হচ্ছে।
নিহতের মা সুরিয়া বেগম বলেন, আমার বাবারে দেড়মাস আগে বিয়ে করিয়েছি। মোবাইলে কাবিন করিয়েছি। কয়দিন পর বাবায় বাড়ি আইবো। বাড়িতে আমার বউমাকে আনবো। আর কিছুই হইলোনা। আপনারা আমার বাবার লাশটা দ্রুত আনার ব্যবস্থা করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদারের ভাষ্য, “এটি একটি মর্মান্তিক ঘটনা। নিহত ব্যক্তির পরিবারকে আমাদের সমবেদনা রইল। মরদেহ দেশে আনতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post