দুবাইয়ে টানা ১৩ দিন ধরে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন কপ-২৮ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। তবে বহুল আলোচিত এই সম্মেলন পরিবেশ বা জলবায়ু নিয়ে কোনো চুক্তি ছাড়াই শেষ হয়ে গেছে। স্থানীয় সময় মঙ্গলবার বেলা ১১টায় সম্মেলন শেষ হওয়ার কথা ছিল। চুক্তিতে পৌঁছানোর জন্য সময়সীমা বাড়ানো হয়, এরপরে সেই নির্ধারিত সময়সীমাও চুক্তি ছাড়াই পেরিয়ে যায়।
ইতিমধ্যে জীবাশ্ম জ্বালানি ব্যবহারে বিশ্বের তাপমাত্রা বাড়তে শুরু করেছে এবং লাখ লাখ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়েছে। তাই সম্মেলনে সর্বোচ্চ অগ্রাধিকার পায় জীবাশ্ম জ্বালানি বন্ধের বিষয়টি। কিন্তু শেষ পর্যন্ত ঐকমত্যে আসতে পারেননি সম্মেলনে অংশগ্রহণকারীরা। এবারের কপ-২৮-এর সভাপতি সংযুক্ত আরব আমিরাতের শিল্প ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী সুলতান আহমেদ আল-জাবের আনুষ্ঠানিকভাবে সম্মেলন শেষ হওয়ার আগেও চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছিলেন। কিন্তু সেটি হয়নি।
জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ‘কপ-২৮’ আলোচনায় অংশ নেওয়া দেশগুলোর মধ্যে মতবিরোধের কারণে চুক্তি হওয়ার বিষয়ে জটিলতা তৈরি হয়। এর কারণ, বেশ কয়েকটি দেশ জীবাশ্ম জ্বালানি-সম্পর্কিত খসড়া চুক্তিটিকে ‘দুর্বল’ বলে আখ্যা দিয়ে অসন্তোষ প্রকাশ করে। সম্মেলনে কোনো চুক্তি হতে হলে অংশগ্রহণকারী ১৯৮টি দেশের প্রত্যেককেই এ বিষয়ে অবশ্যই একমত হতে হতো। কিন্তু তেমনটা না হওয়ায় এবারের কপ-২৮ সম্মেলন কোনো ধরনের ঐকমত্য ছাড়াই শেষ হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post