দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে চালকবিহীন বাসের উদ্বোধন হয়েছে। এই বাসটি দেশটির পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে তৈরি করা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে স্ব-চালিত ট্যাক্সি চালু হলেও, সিউলের রাস্তায় স্ব-চালিত বাস চালু হওয়ার ঘটনাটিকে ‘বিশ্বে এই প্রথম’ বলে দাবি করছে দেশটির পরিবহন মন্ত্রণালয়।
গত ৪ ডিসেম্বর থেকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের রাস্তায় নামে এ-২১ নামক চালকবিহীন বাস। বাসটি চালু করা হয়েছে মূলত রাজধানী শহরে বসবাসরত শিক্ষার্থী এবং কর্মজীবীদের জন্য, যাদের গভীর রাতে চলাচল করতে হয়।
এ-২১ বাসটি সিউলের ব্যস্ততম হাপজং স্টেশন থেকে যাত্রী নিয়ে হোমদে ইউনিভার্সিটি স্টেশন-সিনচন স্টেশন-আহিওন স্টেশন-সদেমুন স্টেশন-সজেংনো (সেতু)-জংনো-১ গা-জংনো-৫গা হয়ে দোংদেমুন স্টেশনে পৌঁছাবে। মোট ২০টি স্টেশনের মধ্যে যাত্রী পরিষেবা দেবে বাসটি।
জানা গেছে, বাসটির গতি থাকবে ঘণ্টায় ৯.৮ কিলোমিটার। শুরু থেকে শেষ গন্তব্য পর্যন্ত ১০ কিলোমিটার যেতে সময় লাগবে ৭০ মিনিট। বাসটি রাত সাড়ে ১১টা থেকে চলাচল শুরু করে ভোর ৫টা ১০ মিনিট পর্যন্ত চলবে। সপ্তাহে পাঁচ কর্মদিবস অর্থাৎ সোমবার থেকে শুক্রবার বাসটি চলাচল করবে।
এই বাসে চলার জন্য অবশ্যই পরিবহন কার্ড থাকতে হবে। এই কার্ড পাঞ্চ করেই বাসে প্রবেশ করতে হবে। প্রাথমিকভাবে যাত্রীরা বিনামূল্যে এই সেবা গ্রহণ করতে পারবেন। তবে ২০২৪ সাল থেকে ভাড়া নেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কর্তৃপক্ষ জানিয়েছে, বাস চলাচলের সময় সব যাত্রীকে সিটবেল্ট পরতে হবে এবং বাসে দাঁড়িয়ে যাওয়া যাবে না।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post