ঢাকার মেট্রোরেলে ১০০জন মাদ্রাসা শিক্ষার্থী ভ্রমণ করেছেন। তাদের মধ্যে ৮০ জনই কোরআনের হাফেজ। শিক্ষা সফরের অংশ হিসেবে তাদের এ ভ্রমণ করানো হয়।
সোমবার (১১ ডিসেম্বর) সকালে উত্তরা-উত্তর স্টেশন থেকে শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করে মেট্রোরেল। চলতি পথে, ব্যাপক উচ্ছ্বাস দেখা যায় তাদের। চোখেমুখে ছিল আনন্দের প্রতিচ্ছবি। তাদের নিয়ে মেট্রোরেল পৌঁছায় মতিঝিল।
সেখান থেকে, আরেকটি মেট্রোতে করে শিক্ষার্থীদের নিয়ে রওনা দেয় উত্তরার উদ্দেশে। সব মিলিয়ে এমন আনন্দঘন মুহূর্তগুলো বেশ উপভোগ করেছেন ক্ষুদে হাফেজরা। প্রথমবার মেট্রোতে চড়ে উচ্ছ্বাস প্রকাশ করে আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post