সৌদি আরবের আল আহসা শহরে বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ কনস্যুলার সেবা শুরু হয়েছে। রিয়াদ থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত এ শহরে শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে এ সেবা চালু হয়। শনিবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টা পর্যন্ত এ সেবা চলবে।
রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানায়, অভিবাসীদের ইকামার মেয়াদ বৃদ্ধির জন্য পাসপোর্ট নবায়ন, পাসপোর্ট রি-ইস্যু ও পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া দূতাবাসের শ্রম উইংয়ের পক্ষ থেকে স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় হূরুব প্রাপ্ত, ইকামা বিহীন, ইকামার মেয়াদোত্তীর্ণ ও এক্সিট ভিসায় মেয়াদোত্তীর্ণ অভিবাসীদের আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে এবং অভিবাসীদের প্রবাসী কল্যাণ কার্ডের জন্য নিবন্ধন করা ও প্রবাসী কল্যাণ কার্ড বিতরণ করা হচ্ছে।
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিভিন্ন ধরনের পরামর্শ ও সুবিধা প্রদান করা হচ্ছে। সেবা গ্রহণ করতে আসা স্থানীয় প্রবাসীদের সৌদি আরবের আইনকানুন মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন বিষয়ে সমস্যাগ্রস্ত অভিবাসীদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। একইসঙ্গে প্রবাসীদের জন্য সরকারের বিভিন্ন সুবিধার কথা ও অভিবাসীদের কাছে প্রচার করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post