অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বিভিন্ন সংস্করণে একাধিক নিরাপত্তা ত্রুটির সন্ধান পেয়েছে গুগল। এই ত্রুটিগুলোর মাধ্যমে কোনো হ্যাকার বা ক্ষতিকারক সফ্টওয়্যার অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যাক্সেস নিতে পারবে এবং ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে, এমনকি ডিভাইসটিকে নিয়ন্ত্রণ করতে পারবে।
এই হালনাগাদে ‘সিভিই-২০২৩-৪০০৮৮’ নামের একটি জটিল ত্রুটিসহ সব কটি ত্রুটির সমাধান করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আর তাই সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন নিরাপত্তা প্যাচটি সবাইকে দ্রুত ব্যবহারের পরামর্শ দিয়েছে তারা।
গুগলের তথ্যমতে, অ্যান্ড্রয়েড ১১, ১২, ১২ এল, ১৩ ও ১৪ অপারেটিং সিস্টেমে এসব ত্রুটি থাকায় প্রায় সব ব্যবহারকারী সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন। ত্রুটিগুলোর মধ্যে একটি ভয়ংকর, যেটি কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা চাইলেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের স্মার্টফোন বা ট্যাবলেট কম্পিউটারে দূর থেকে কোড যুক্ত করে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে।
সর্বশেষ পাঁচটি সংস্করণেই ত্রুটি থাকায় যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। তবে ত্রুটিগুলো কাজে লাগিয়ে এরই মধ্যে সাইবার হামলার কোনো ঘটনা ঘটেছে কি না, তা জানায়নি গুগল। পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নতুন নিরাপত্তা প্যাচটি নামিয়ে ব্যবহার করা যাবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post