আবহাওয়া খারাপের কারণে ১৮টি বিমানকে ঘুরিয়ে দিল দিল্লি বিমানবন্দর। কুয়াশায় কম দৃশ্যমানতার কারণে বেশকিছু বিমান নামতে সক্ষম হয়নি। ঝুঁকি না নিয়ে বিমানগুলিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
দিল্লি বিমানবন্দরের কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকালে দিল্লিতে কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০০ মিটার বা তারও কম হয়ে পড়ে। ফলে বেশকিছু বিমানকে অবতরণের জন্য অনুমতি দেওয়া হয়নি। বিমানগুলিকে তাদের নির্ধারিত গন্তব্যের দিকে ফিরে যেতে বলা হয়।
এদিকে, দিল্লির আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন আবহাওয়া খারাপ থাকবে। কুয়াশা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে বিমান চলাচল ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া খারাপের কারণে দিল্লি বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হওয়ায় অনেক যাত্রী বিপাকে পড়েছেন। অনেক যাত্রীর ফ্লাইট বাতিল হয়েছে। আবার অনেক যাত্রীর ফ্লাইট দেরিতে ছাড়ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post