সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত সংযুক্ত আরব আমিরাতের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
রাজধানী আবুধাবীর শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলে বিজ্ঞান ও হিসাব বিজ্ঞানে ৩২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৯ জন পাস করেছেন। এর মধ্যে এ প্লাস পেয়েছেন ১ জন, এ পেয়েছেন ১৪ জন, এ মাইনাস পেয়েছেন ৭ জন, বাকিদের মধ্যে বি ৫ জন ও সি ২ জন। পাসের হার ৯০.৬২ শতাংশ।
এছাড়া উত্তর আমিরাতের অঙ্গরাজ্য রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলে বিজ্ঞান ও হিসাব বিজ্ঞানে সর্বমোট ৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫ জন পাস করেছেন। এ প্রতিষ্ঠান থেকে এ পেয়েছেন ৬ জন এবং এ মাইনাস পেয়েছেন ১২ জন পরীক্ষার্থী, বাকিরা বি ও সি পেয়েছেন।
এবার শতভাগ পাস নেই দুটি স্কুলেই। তবে শিক্ষক ও অভিভাবক সবাই খুশি। শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য অভিভাবক এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সবসময় সহযোগিতা করেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post