একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। দ্বাদশ জাতীয় নির্বাচনেও তার ওপর আস্থা রেখেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন দল। নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।
এছাড়া মাগুরা–১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রবিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গত ২৩, ২৪ ও ২৫ নভেম্বর আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। দলটির সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বোর্ডের সভায় মনোনয়নপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হয়।
এর আগে ১৫ নভেম্বর সিইসি কাজী হবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। এবার বিদেশে বসে প্রবাসীরাও নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার সুযোগ পাবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post