সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে মুহাম্মাদ বিন রাশেদ ইসলামিক সেন্টারে এ বছরের প্রথম চার মাসে বিভিন্ন ধর্ম থেকে ৮৫২ জন ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) ইসলামিক সেন্টার কালচার কর্তৃপক্ষ স্থানীয় গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, গত বছর এই সংখ্যাটি ছিল ৮৩৮ জন। ইসলামের আদর্শ ও মুসলিম কমিউনিটির সহনশীলতায় ভিন্নধর্মী মানুষগুলোকে ইসলামের ছায়া তলে আসতে উদ্বুদ্ধ করেছে।
ইসলামিক কালচার সেন্টারের পক্ষ থেকে বলা হয়েছে, কেউ যদি ইসলাম সম্পর্কে জানতে চান বা ইসলাম ধর্ম গ্রহণ করতে চান তাহলে, আইএসিএডি (IACAD) অ্যাপস ডাউনলোড করে ইসলামিক বই পড়তে পারেন। এছাড়া হেল্পলাইনে (৮০০৬০০) কল দিয়ে মুহাম্মদ বিন রাশেদ ইসলামিক কালচার সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন।
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, দুবাই
https://www.youtube.com/watch?v=hL1zkyl1_Z4&t=82s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post