অপরূপ সৌন্দর্য, নিরাপদ ও শান্তিপ্রিয় দেশ সংযুক্ত আরব আমিরাত। আগামী ২রা ডিসেম্বর দেশটির ৫২তম জাতীয় দিবস। স্বাধীনতা লাভের ৫২ বছরে অবকাঠামোগত উন্নয়নে দেশটি এখন অপূর্ব সৌন্দর্যের এক লীলাভূমি। বিশ্বের উন্নত দেশের প্রথম সারিতেও অবস্থান করে নিয়েছে তারা।
এদিকে উপলক্ষ্যে তিনদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী শনিবার থেকে সরকারি ও বেসরকারি উভয় সেক্টরে এই ছুটি শুরু হবে, যা শেষ হবে আগামী সোমবার। সম্প্রতি মন্ত্রিসভা থেকে ছুটির দিন নির্ধারণ করে তা কার্যকরের নির্দেশ দেয়া হয়। এছাড়া জাতীয় দিবসটি উপলক্ষ্যে স্থানীয় নাগরিক ও প্রবাসীদের উষ্ণ শুভেচ্ছা জানানো হয়েছে।
১৯৭১ সালের ২রা ডিসেম্বর ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা লাভ করে সংযুক্ত আরব আমিরাত। এর পর সাবেক প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নেতৃত্বে ব্যাপক উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে বিশ্ব দরবারে আমিরাতের নতুন মর্যাদা রচিত হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post