ইতালিতে প্রবাসী বাংলাদেশিরা ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়ছে। তারা সাইবার ক্রাইম, ধর্ষণচেষ্টা, খুন, ইয়াবা ব্যবসা, অর্থপাচার, স্টে পারমিটের দালালির মতো অপরাধে জড়িয়ে পড়ছেন। সবশেষে গত ১১ নভেম্বর বিছানার নিচে লুকানো দেশীয় মুদ্রায় প্রায় নগদ ৬ কোটি টাকাসহ আটক হয়েছে এক বাংলাদেশি যুবক।
ইতালি নাগরিক, সরকার ও দেশটিতে প্রবাসী ভিনদেশিদের কাছেও বাংলাদেশিরা সৎ, পরিশ্রমী ও নিরপরাধ হিসেবে গণ্য ছিল। ইতালি সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারাও বাংলাদেশিদের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ। কিন্তু সময়ের ব্যবধানে তা পুরোপুরি পাল্টে গেছে।
দুই বছর আগে রেসিডেন্ট কার্ড অবৈধভাবে জোগাড় করে দেওয়ার অপরাধে গ্রেপ্তার হন বেশ কয়েক বাংলাদেশি। সেই ঘটনার পর বাংলাদেশিদের বিরুদ্ধে তেমন অভিযোগ শোনা না গেলেও গত কয়েক মাসে ধর্ষণ চেষ্টা, খুন, দালালি, অর্থপাচার ও জঙ্গি তৎপরতার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। জানা গেছে, এখন পর্যন্ত ইতালির বিভিন্ন কারাগারে শতাধিক বাংলাদেশি নানা অভিযোগে বন্দি রয়েছে।
এতে করে ইতালির শ্রমবাজারে যে সুনাম রয়েছে তা ক্ষুণ্ন হচ্ছে বলে মন করছেন দেশটিতে বাংলা কমিউনিটির নেতারা। বাংলাদেশিদের এসব অপরাধের ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন কমিউনিটির নেতারা। ইতালিতে বাংলা কমিউনিটির অন্যতম নেতা হাসান ইকবাল বলেন, অপরাধী জড়িতদের কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে সুতরাং এই পথ পরিহার করা উচিত। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন।
আব্দুর রউফ ফকির বলেন,
“সামাজিকভাবে সচেতনতা বাড়িয়ে এই অপরাধীদেরকে ঘৃণ্য কাজ থেকে ফিরিয়ে আনতে কমিউনিটির নেতাদের দায়িত্ব নিতে হবে।”
সর্বশেষ ১১ নভেম্বর রোম থেকে দেশীয় মুদ্রায় কোটিরও বেশি নগদ অর্থসহ গ্রেপ্তার হয়েছে ৪০ বছর বয়সী এক বাংলাদেশি। পুলিশ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে। তার বাসা তল্লাশি করে ম্যাট্রেসের নিচ থেকে চার লাখ ৭০ হাজার ইউরো উদ্ধার করেছে। এর আগে খুনের অভিযোগ এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় এবং জঙ্গিবাদের জড়িত এক যুবককে গ্রেপ্তারের পর তার সহযোগীকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ।
সামাজিকভাবে ইতালি প্রবাসী বাংলাদেশিদের সঠিক পথে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ না করলে এ ধরনের অপরাধ প্রবাসীদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বাংলাদেশিদের।
দেশটিতে ১৯২টি কারাগারে মোট ৫৪ হাজারেরও বেশি অভিযুক্ত রয়েছেন। তাদের মধ্যে ১৭ হাজারেরও বেশি বিদেশি এবং ২ হাজারেরও বেশি নারী। এছাড়াও, শতাধিক বাংলাদেশিও এই কারাগারগুলোতে বন্দি রয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post