ওমানে আটকেপড়া ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরার ফ্লাইট সংখ্যা আবারো বাড়িয়েছে ভারত। শুক্রবার এই তথ্য ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস। ভারতের তফসিল অনুসারে ভান্দে ভারত মিশনের ৫ ম পর্যায়ে ওমান থেকে আরও দুটি ফ্লাইট যুক্ত করেছে। ফ্লাইটগুলো আগামী ২৭ আগস্ট মাস্কাট থেকে ত্রিভেনড্রাম ও ২৮ আগস্ট মাস্কাট থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে ছেড়ে যাবে। ভান্দে ভারত মিশনের আওতায় আগে পরিচালিত ফ্লাইটগুলোর মতোই এবারের ফ্লাইটগুলো পরিচালিত হবে বলে জানিয়েছে দূতাবাস। ফ্লাইটের যাত্রী তালিকা দূতাবাসের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চূড়ান্ত করা হবে। দূতাবাস কর্তৃক প্রবর্তিত অনলাইন ফর্মে নির্দিষ্ট ফ্লাইটে ভ্রমণের জন্য বিস্তারিত তথ্য দেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়েছে ওমানের ভারতীয় দূতাবাস।
আরো পড়ুনঃ ওমান প্রবাসীদের জন্য সু খবর
যারা ভান্দে ভারত মিশনে নিজ দেশে ফেরত যেতে চান তাদের টিকিট বুকিংয়ের জন্য সরাসরি এয়ার ইন্ডিয়ার সাথে যোগাযোগ করতে হবে। সেইসাথে অনলাইন ফর্মে নিবন্ধনের পরে যাত্রীরা প্রথমে টিকিট বুকিং করার জন্য সরাসরি রুই ও ওতাইয়াহ (ন্যাশনাল ট্রাভেলস, এয়ার ইন্ডিয়ার জেনারেল সেলস এজেন্ট) এর এয়ার ইন্ডিয়া অফিসগুলিতে যেতে হবে। তবে চিকিৎসা করতে আসা ব্যক্তি, গর্ভবতী মহিলা, অসুস্থ শ্রমিক ও প্রবীণ নাগরিকদের টিকিট বুকিংয়ের জন্য অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি অন্যান্য ভারতীয় নাগরিকদের জন্য যারা কঠিন পরিস্থিতিতে আটকা পড়েছেন তাদের বিষয়টি মূল্যায়ন করবে ভারত দূতাবাস। ভান্দে ভারত মিশনে যারা ওমান থেকে নিজ দেশে ফেরত যাবেন তাদের টিকিটের ব্যয় নিজেদেরই বহন করতে হবে এবং সকল যাত্রীদের ভ্রমণের সব-শর্তাদি মেনে চলতে হবে বলেও জানানো হয়েছে দূতাবাস থেকে।
এক ক্লিকে দেখুন ওমানের সব শীর্ষ সংবাদ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post