মালদ্বীপ থেকে ছুটিতে দেশে যাওয়ার পর অভিবাসীদের ভিসা বাতিল করার অভিযোগ উঠেছে। কোম্পানি ও এজেন্সিগুলো বলছে, মালিকপক্ষ এই ধরনের কাজ করছে । প্রবাসীরা মালদ্বীপ থেকে ছুটিতে দেশে এসে কর্মস্থলে ফিরতে পারছেন না বলে দাবি করেন। মালদ্বীপ এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হচ্ছে, কারণ মালিকপক্ষ কোম্পানি ও এজেন্সিগুলোর ভিসা বাতিল করে দিচ্ছে।
সোমবার (২০ নভেম্বর) এমন পাঁচ জন বাংলাদেশিসহ ৯ জন অভিবাসী শ্রমিক দেশে ফিরে গেছেন মালদ্বীপ এয়ারপোর্ট থেকে। বাংলাদেশিরা ১৯ নভেম্বর রাতে শ্রীলঙ্কান এয়ারলাইন্সে করে মালদ্বীপ এসেছিলেন।
ভুক্তভোগীরা বলেন, করোনার সময় থেকে এখন পর্যন্ত মালিকপক্ষ, কোম্পানি ও এজেন্সিগুলোর শ্রমিকদের না জানিয়ে এমনভাবে ভিসা বাতিল করে দিচ্ছে। কোনও কারণ ছাড়াই অনেক প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিল করেছে- এমন অভিযোগ প্রবাসীদের।
এদিকে প্রবাসীদের অভিযোগ এয়ারপোর্ট থেকে দেশে ফিরে যেতে হচ্ছে কেন প্রবাসীরা কিছুই জানেন না।
প্রবাসীদের আবেদন মালিকপক্ষ কিংবা কোম্পানিগুলো যেন এমন আচরণ থেকে বিরত থাকে, এজন্য মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসীরা।
এদিকে বাংলাদেশ শ্রম মিশনের কাউন্সেলর সোহেল পারভেজ বলেন, এজেন্সি অনেকেই থেকে ভিসা নিয়ে মালদ্বীপ যাচ্ছেন। এজেন্সিগুলো তাই দেশে যাওয়ার পরে অনেক সময় এমন করতে পারে। তবে এ ব্যপারে আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ করলে খোঁজ নেওয়া হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post