শুক্রবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে আইসিসির প্রসিকিউটর করিম খান জানিয়েছে, গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ ও ফিলিস্তিনের পরিস্থিতির তদন্ত চেয়েবাংলাদেশসহ পাঁচটি দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) আবেদন করেছে।
এতে বলা হয় বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, বলিভিয়া, কমোরোস ও জিবুতির প্রতিনিধিদের এই যৌথ আবেদন গ্রহণ করেছে আইসিসি। যদিও ইসরায়েল আইসিসির সদস্য নয় এবং এখন পর্যন্ত এই আদালতকে স্বীকৃতি দেয়নি। কিন্তু ফিলিস্তিন আইসিসির সদস্য। তাই কেউ দেশটিতে হামলা চালালে তাদের বিরুদ্ধে তদন্ত করতে পারবে আইসিসি।
তবে, ২০১৪ সালের পর থেকে ফিলিস্তিনের সার্বিক পরিস্থিতি ও সেখানে ইসরায়েলের যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে আইসিসির একটি তদন্ত চলমান রয়েছে। তাই ৫টি দেশের শুক্রবার (১৭ নভেম্বর) এই আবেদন বাস্তবে সীমিত প্রভাব ফেলবে বলে জানান বিশেষজ্ঞরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post