ওমানের বিমান সংস্থা জানিয়েছে যে, নতুন নির্দেশনা অনুযায়ী বর্তমান করোনা মহামারির কারণে কোনা যাত্রীর বিমানের টিকেটের টাকা ফেরত দেওয়া হবে না। তবে সেই যাত্রী চাইলে পরবর্তীতে ঐ টিকেটের মাধ্যমে বিমান ভ্রমণ করতে পারবে। দেশটির সকল বিমান সংস্থা তাদের টিকেটের টাকা যাত্রীদের ফেরত দেওয়া বন্ধ করে দিয়েছে। তবে যাত্রীরা সেই টিকেটের মাধ্যমে পরিবর্তী এক বছরের মধ্যে যেকোনো সময় যাতায়াত করতে পারবে বলে জানানো হয়েছে।
আরো পড়ুনঃ ওমান প্রবাসীদের সুখবর দিলো আল সাফার ট্রাভেল
বিমানের টিকেট কেটে না যেতে পারা এক যাত্রী জানান, “আমার চারজনের পরিবার। আমরা ওমান থেকে ভারতে যাওয়ার জন্য টিকেট কেটে ছিলাম। কিন্তু করোনায় দেশটি লকডাউন হয়ে যাওয়ায় দেশটিতে সকল ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছিলো। তখন বিমানের ভাড়ার টাকা নিয়ে আমি কিছুটা বিপাকে পরেছিলাম। কিন্তু বিমান সংস্থা আমাকে একটি বার্তা পাঠিয়েছিল যে, আমি এক বছরের মধ্যে ঐ টিকিটের মাধ্যমে যাতায়াত করতে পারবো। তবে বাতিল বা অর্থ ফেরত পাওয়া যাবে না।”
ওমান উইংস ট্র্যাভেল অ্যান্ড ট্যুরের পর্যবেক্ষক হামেদ মোইদেন বলেন, “জাতীয় বিমান সংস্থা ওমান এয়ারের নির্দেশিত এজেন্টদের জানিয়ে দেওয়া হয়েছে যে, কোনো ব্যক্তি যদি করোনা পরিস্থিতিতে নিদিষ্ট সময় বিমানে না যেতে পারে, তাহলে সে পরবর্তী এক বছরের মধ্যে সেই টিকেটের মাধ্যমে যাতায়াত করতে পারবে। তবে কোনো ভাড়ার টাকা ফেরত দেওয়া হবে না।’
আরো পড়ুনঃ চারমাসে ওমান ছেড়েছে ২৩ হাজার বাংলাদেশি প্রবাসী
ওমান এয়ার তাদের ওয়েবসাইটে করোনাকালীন নতুন টিকিট নীতিমালায় জানিয়েছে যে, “কোনও বুকিং দেওয়া বা পরিবর্তন ফি নেওয়া হবে না। মূল টিকিট প্রদানের তারিখ থেকে সংশোধিত ভ্রমণের তারিখ এক বছর পর্যন্ত হতে পারে। ওমান এয়ারের গন্তব্যে পরিবর্তনের অনুমতিও রয়েছে, তবে নতুন গন্তব্যের ভাড়া যদি মূল প্রদত্ত মূল্যের চেয়ে বেশি হয়, তাহলে বেশি ভাড়া যাত্রীদের গুনতে হবে।” সুত্রঃ ওমান ডেইলি
আরো দেখুনঃ ওমান থেকে এবং দেশ থেকে যারা বিশেষ ফ্লাইটের টিকেট পাবেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post