মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সংযুক্ত আরব আমিরাত বর্তমানে ব্যবসা-বাণিজ্যের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ব্যবসায়ে বিনিয়োগে পিছিয়ে নেই বাংলাদেশিরাও। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি ব্যবসায়ীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
বিভিন্ন ধরনের এসব ব্যবসায়ের মধ্যে আমিরাতে বাংলাদেশিরা সাড়া জাগাচ্ছে হেয়ার সেলুন ব্যবসায়ে। যা এক সময় ভারতীয় কর্মীদের দখলে থাকলেও বর্তমানে দেশটির গুরুত্বপূর্ণ প্রদেশ দুবাই, শারজাহ, আজমানে বাংলাদেশি হেয়ার সেলুন ব্যবসা জমজমাট হচ্ছে। কম খরচে ব্যবসা শুরু করার সুযোগ থাকায় ঝুঁকিও তুলনামূলক কম, তাই অনেকেই স্বল্প বিনিয়োগে এ ব্যবসা শুরু করছেন।
তবে বাংলাদেশি এসব হেয়ার সেলুন প্রতিষ্ঠানে রয়েছে অভিজ্ঞ শ্রমিকের চাহিদা। তবে দীর্ঘদিন ভিসা জটিলতা থাকায় অনেককেই ভিনদেশি শ্রমিক নিতে হচ্ছে। ফলে সুযোগ থাকলেও হারাচ্ছে শ্রম বাজার বাংলাদেশ। সেলুনে কর্মরত শ্রমিকরা জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি মালিকাধীন এসব সেলুনের দোকানে মাস শেষে আয় থাকে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা। এছাড়া কমিশনের ভিত্তিতে কাজ করে বাড়তি সময় দেওয়া গেলে বাড়ে আয়।
দেশটির শারজাহ প্রদেশের এক সেলুন মালিক জানান, একটা সময় বাংলাদেশিদের কাজ করার সুযোগ ছিল না কারণ তখন ভিনদেশি প্রতিষ্ঠান ছিল বেশি। বর্তমানে বাংলাদেশি প্রতিষ্ঠান বাড়ায় এই বাজার দখল করেছে বাংলাদেশিরা। তাই বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ অব্যাহত রাখতে ভিসা জটিলতা সমাধানে বাংলাদেশ সরকারকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post