গাজার বৃহত্তম হাসপাতাল আল শিফায় হামলা চালিয়েছে দখলদার ইসরাইলী বাহিনী। উদ্বিগ্ন বিভিন্ন দেশের অনুরোধ উপেক্ষা করেই সেখানে অভিযান চালায় ইসরাইলের সেনারা। এই বর্বরতার মধ্যেই উপত্যকায় জর্ডানের একটি ফিল্ড হাসপাতালে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এসব ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নেতা সৌদি আরব।
এক এক্স পোস্টে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক কনভেনশনে লঙ্ঘন করে বেসামরিক ও চিকিৎকদের নির্লজ্জভাবে লক্ষ্যবস্তু করেছে। এছাড়া চলমান আগ্রাসন বন্ধ করে ইসরাইলকে আন্তর্জাতিক আইন মেনে চলারও আহ্বান জানিয়েছে সৌদি।
এর আগে মঙ্গলবার আল শিফা হাসপাতালের কম্পাউন্ডে ঢুকে পড়ে ইসরাইলি ট্যাঙ্ক। এতে হাসপাতালের ভিতরে আটকে পরে অন্তত আড়াই হাজার রোগী। ইসরাইলের এই আগ্রাসনে মৃত্যুর প্রহর গুনছেন হাসপাতালের ভিতরে আটকে পড়া রোগী ও ডাক্তার-সহ হাসপাতালের কর্মীরা।
ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তাদের সাথে আল-শিফা হাসপাতালের চিকিৎসাকর্মীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গাজার সবচেয়ে বড় এই হাসপাতালে এখন অন্তত সাতশ’ রোগী, চারশো স্বাস্থ্যকর্মী এবং প্রায় তিন হাজার বেসামরিক নাগরিক অবস্থান করছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post