দেশে কর্মসংস্থানের সংকট এবং উন্নত জীবনের প্রত্যাশার কারণে এখনো বাংলাদেশিদের পছন্দের শীর্ষে আছে মধ্যপ্রাচ্য। এই সুযোগে নিম্নবিত্ত অসহায় মানুষদের টার্গেট করে ফ্রি ভিসা নামে একধরনের ভিসার উদ্ভাবন করেছে দালালেরা।
তবে ফ্রি ভিসা নামের কোনো ভিসার অস্তিত্বই নেই। বাংলাদেশি দালালদের প্ররোচনায় নিয়োগকর্তা প্রতিষ্ঠানের প্রয়োজনের তুলনার অধিক ভিসা ইস্যু করেন। পরে দালালরা দরিদ্র মানুষকে নানা রকম আকাশকুসুম স্বপ্ন দেখিয়ে তাদের কাছে সেসব ভিসা চড়া দামে বিক্রি করে।
তবে এসব ভিসা নিয়ে বিদেশ যাওয়া প্রবাসীর কাজের দায়িত্ব নিয়োগকর্তা না নেয়ায় নিজের কাজ নিজেকেই সন্ধান করতে হয়। সকাল-সন্ধ্যা ঘুরতে হয় রাস্তায় রাস্তায়। অদক্ষতা এবং ভাষাগত সমস্যার কারণে তাদের জন্য কাজ জোগাড় করা বেশ কষ্টসাধ্য। মূলত এ কারণেই মধ্যপ্রাচ্যে বাংলাদেশি অবৈধ প্রবাসী শ্রমিকদের সংখ্যা বেড়েই চলছে।
ধার-দেনা করে, জমি-জমা বন্ধক রেখে প্রবাসে আসার পর অনেকেই চরম অর্থ কষ্টে ভোগেন এমনকি অনেকের থাকার জায়গাটুকু কপালে জোটে না। অনেকেই দুশ্চিন্তায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। সম্প্রতি এক ওমান প্রবাসী ফ্রি ভিসায় দীর্ঘদিন কাজ না পেয়ে চরম অর্থ কষ্টে আত্মহত্যা করেন। তাই ফ্রি ভিসা নামের কোনো ভিসা না নিতে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, কেউ যাতে দালালের কাছ থেকে ভিসা না নেয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post