অল্প সময়ে স্বল্প খরচে কানাডায় স্থায়ী হওয়ার সুযোগ–সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন চটকদার বিজ্ঞাপন। আর এই বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে নিঃস্ব অনেকেই। কানাডার নায়াগ্রা সিটির মেয়র পরিচয় দিয়ে বগুড়ার ফয়সাল হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। রাজধানী থেকে তাকে গ্রেফতারের পর পুলিশ বলছে, বাবার কাছ থেকে তিনি শিখেছেন প্রতারণাবিদ্যা।
শেরপুরের মুজিবুল হক তালুকদার ঢাকায় একটি বীমা কোম্পানিতে চাকরি করেন। ফেসবুকে পরিচয় সূত্রে ইউসুফ নামে এক ব্যক্তি তাকে কানাডায় স্থায়ী হওয়ার প্রস্তাব দেন। ওই ব্যক্তি নিজেকে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নায়াগ্রা সিটির মেয়র পরিচয় দেন। মুজিবুল হক সরল বিশ্বাসে বিভিন্ন খরচ বাবদ বেশ কিছু টাকা তুলে দেন তার মনোনীত আরেক ব্যক্তির কাছে।
তার মতো এমন প্রতারণার শিকার অনেকেই। কানাডার মেয়র পরিচয় দেয়া ব্যক্তিকে অবশেষে রাজধানীতে আবিষ্কার করেছে পুলিশ। সোমবার (১২ নভেম্বর) রাতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ডিবির একটি টিম তাকে গ্রেফতার করে। গ্রেফতার করার পর জানা যায় তার নাম ফয়সাল আহম্মেদ (২৭)। দেশে বসেই ফয়সাল কানাডায় চাকরির প্রলোভন দেখাতেন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ফয়সালের বাড়ি বগুড়ার গাবতলীতে। নায়াগ্রার মেয়র ছাড়া ফয়সাল ফেসবুকে নিজেকে তারেক রহমানের আত্মীয়, এনসিসি পাওয়ার প্ল্যান্টের মালিক, বাংলাদেশে কানাডা হাইকমিশনের সিনিয়র অ্যাসোসিয়েট কনসালট্যান্ট, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব এবং মুসাফির গ্রুপের চেয়ারম্যান বলে পরিচয় দেন।
কানাডায় তার পাঁচতারকা হোটেল আছে বলেও ফেসবুকে প্রচার করেন। মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন লোকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে তাদের কানাডায় চাকরি দেয়ার অফার দেন। মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, টার্গেট লোকদের ফয়সাল জানান, বাংলাদেশ থেকে তার ছেলে সরকারিভাবে লোক পাঠায়।
তার মাধ্যমে কানাডায় গেলে অতিরিক্ত কোনো খরচ লাগবে না। এভাবে বিশ্বাস অর্জন করে পাসপোর্ট, ভিসা, লাইসেন্সসহ বিভিন্ন ফি বাবদ ধাপে ধাপে টাকা গ্রহণ করেন। একপর্যায়ে ফেসবুক থেকে সংশ্লিষ্ট ব্যক্তিকে ব্লক করে দেন।
তাই এমন চটকদার বিজ্ঞাপনের ফাঁদ থেকে বাঁচতে সতর্ক হওয়ার পরামর্শ পুলিশের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post