দেশে ডলারের তীব্র সংকট কাটিয়ে উঠতে ব্যংকিং চ্যানেলে প্রবাসী আয় বাড়ানোর চেষ্টায় সরকার যখন মরিয়া, ঠিক সেসময় পেশিশক্তি কাজে লাগিয়ে হুন্ডির রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে সরকারি দলেরই সমর্থনপুষ্ট বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী। সংঘবদ্ধ অবৈধ হুন্ডি কারবারির তালিকায় আসা সর্বশেষ নাম বঙ্গবন্ধু পরিষদ ওমান। সম্প্রতি হুন্ডিকাণ্ডে জড়িয়ে ব্যাপক আলোচনা সমালোচনার পর সংস্থাটির অর্থ সম্পাদক মোহাম্মদ মুছাকে তার দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার বঙ্গবন্ধু পরিষদ ওমানের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্ব স্ব ফেজবুক প্রোফাইলে দেয়া বিজ্ঞপ্তির মাধ্যমে বরখাস্তের বিষয়টি জানানো হয়। বলা হয়, দেশ বিরোধী হুন্ডি কাজে লিপ্ত থাকার বিষয়ে সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ মুছাকে এর আগেও একাধিকবার সতর্কতা দেয়া হয়। এরপরেও তিনি হুন্ডি কারবারি বন্ধ না করায় সংগঠনের দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদিকে অনলাইন বিজ্ঞপ্তিতে হুন্ডি কাণ্ডে সহকর্মীর জড়িত থাকার ঘটনা তুলে ধরলেও গণমাধ্যমে প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন শীর্ষ নেতারা। এ বিষয়ে বক্তব্য নিতে চাইলে সংগঠনের সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন প্রবাস টাইমকে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান-
(কল রেকর্ড)
গুটিকয়েক হুন্ডি কারবারির কারণে দেশের বিশাল ক্ষতি মানতে পারছেন না ওমান প্রবাসীরাও। সামনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এই ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছেন। তাদের দাবী, হুন্ডিতে যে বা যারাই জড়িত তাদের বিরুদ্ধে সরকার এবং দূতাবাস থেকে যেন দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। নাহলে একদিন এরাই দেশের অর্থনীতি ধ্বংস করে দিবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post